অনেক দেশে মাল পরিবহনে ব্যবহৃত হয় রোড ট্রেন

follow-upnews
0 0

১
আর্জেন্টিনা, আমেরিকা, অস্ট্রেলিয়া, মেক্সিকো, এবং কানাডায় সাধারণত মালামাল পরিবহনের জন্য ব্যবহার করা হয় এটি।। ১৪৭৫ মিটার বা প্রায় দেড় কিলোমিটার লম্বা এই ট্রাক সর্বপ্রথম চালিয়ে বিশ্বরেকর্ড করেন অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের নাগরিক জন আটকিন্সন।

রোড ট্রেন

Next Post

কে যাবে, তার সাথে? -বিন্দু রিয়া

আজ দিবাগত রাতে কে যাবে, তার সাথে? কেউনা, সে একা। জনতা আওয়াজ তুলবে বদর মীর কাসিম ও ঝুলবে। এ সব কথার ঢেউ না, মিলবে যম দূতের আজ দেখা। গ্লানি একটু মুছবে.. স্বাধীন বাংলা ও বুঝবে যে, এখনো বিচার হয়। সে কল্প কথা নয়। জয় বাংলা। বাংলার জয়…. ববি অস্তরাগ।