সাহিত্যক্ষমা নেই ওদের follow-upnews9 years ago9 years ago01 mins ১৫ আগস্ট ভোর রাতে, বর্বরেরা অস্ত্র হাতে ৩২ নম্বর বাড়িতে হানা দেয়। দেশের শেষ্ঠ সন্তান কেড়ে নেয়। ছোট্ট রাসেল বাঁচতে চেয়েছিল, তাকেও ওরা ভয় পেল, বর্বরেরা গুলি করল, শিশু রাসেল রক্তাত্ত হলো। ওদের ক্ষমা করা যায় কি বলো?Share on FacebookPost on XPost navigationPrevious: ম্যাথ ম্যাজিক: ৩০ টাকায় ১০টি দরে ও ১৫টি দরে সমান সংখ্যক কলা ক্রয় করে সবগুলো কলা ৩০ টাকায় ১২টি দরে …Next: ভ্যাকুয়াম পাম্পের প্রতিটি স্ট্রোকে একটি এয়ার ট্যাংক-এর অর্ধেক খালি হয়। এরকম চারটি স্ট্রোক পরে ট্যাংকটির কতটুকু খালি হবে?