Headlines

ক্ষমা নেই ওদের

sheikh_mujib_and_russel__youngest_son_of_mujib__by_saidulislam-d6qvv23.png


১৫ আগস্ট ভোর রাতে,
বর্বরেরা অস্ত্র হাতে
৩২ নম্বর বাড়িতে হানা দেয়।
দেশের শেষ্ঠ সন্তান কেড়ে নেয়।
ছোট্ট রাসেল বাঁচতে চেয়েছিল,
তাকেও ওরা ভয় পেল,
বর্বরেরা গুলি করল,
শিশু রাসেল রক্তাত্ত হলো।
ওদের ক্ষমা করা যায় কি বলো?