ভ্যাকুয়াম পাম্পের প্রতিটি স্ট্রোকে একটি এয়ার ট্যাংক-এর অর্ধেক খালি হয়। এরকম চারটি স্ট্রোক পরে ট্যাংকটির কতটুকু খালি হবে?

follow-upnews
0 0

একটি স্ট্রোকে খালি হয় অর্ধেক-
অতএব, প্রথম স্ট্রোকে খালি হয় = ১/২ অংশ
খালি অংশ = ১/২
দ্বিতীয় স্ট্রোকে খালি হয় = ১/২/২ অংশ = ১/৪ অংশ
দ্বিতীয় স্ট্রোক শেষে মোট খালি অংশ = ১/২+১/৪ = ৩/৪ অংশ
তৃতীয় স্ট্রোকে খালি হয় = ১/৪/২ অংশ = ১/৮ অংশ
তৃতীয় স্ট্রোক শেষে মোট খালি অংশ = ৩/৪+১/৮ অংশ = ৭/৮ অংশ
চতুর্থ স্ট্রোকে খালি হয় = ১/৮/২ অংশ = ১/১৬ অংশ
চতুর্থ স্ট্রোক শেষে খালি হয় = ৭/৮+১/১৬ অংশ = ১৫/১৬ অংশ (উত্তর)

অংকটি ভিন্নভাবে সহজে করা যায়।
প্রথমে বের করতে হবে চারটি স্ট্রোক শেষে কতটুকু বাতাস অবশিষ্ট থাকে।
অবশিষ্ট থাকে = ১/২/২/২/২ = ১/১৬ অংশ
অতএব, খালি হয় = ১-১/১৬ = ১৫/১৬ অংশ (উত্তর)
ATD-9895

Next Post

আসুন, অপরাধগুলো ছড়িয়ে দিই

অপরাধের বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলার চমৎকার একটি সুযোগ তৈরি হয়েছে বর্তমানে। প্রত্যেকের হাতে একটি মোবাইল রয়েছে, ফেসবুক ব্যবহার করে অনেকে, ব্লগে লেখে কেউ কেউ। অর্থাৎ নাগরিক সাংবাদিকতার জায়গাটা এখন বেশ প্রশস্ত। সে হিসেবে সবাই এখন ‘সাংবাদিক’। তার সুফলও পাওয়া যাচ্ছে। অপরাধের খবর এখন আগের তুলনায় অনেক বেশি প্রকাশিত […]