প্রাইমারির চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ দশটা অংক

follow-upnews
1 0

২ এর কত শতাংশ ২.৫ হবে?

সমাধান: ২ Χ ?% = ২.৫

বা ?% = ২.৫/২

বা ? = ২.৫ Χ ১০০ /২  = ১২৫ (উত্তর)

 

একটি বইয়ের লিখিত মূল্যের উপর ১৫% ছাড় দেওয়া হলো। যদি বইয়ের গায়ে ২৪০ টাকা লেখা থাকে তাহলে বইটি কিনতে কত টাকা লাগবে?

সমাধান: ১৫% ছাড় হিসেবে ২৪০ টাকায় ছাড় দেওয়া হয় = ১৫ Χ ২৪০/১০০ = ৩৬ টাকা।

 

একজন বিক্রেতা তার পণ্যের দাম ২০% বাড়ানোর পর দেখল তার পণ্যের বিক্রি কমে গেছে। পুনরায় তার পণ্যের দাম ১০% কমিয়ে দিল। তার পণ্যের দাম অবশেষে কত পারসেন্ট বাড়ল বা কমলো? 

সমাধান: ধরি পণ্যটির দাম ছিল ১০০ টাকা। ২০% দাম বাড়ানোয় এখন দাম হয়েছে ১২০ টাকা। আবার ১০% দাম কমানোয় ১২০ টাকা তে কমলো ১২ টাকা। অতএব, সর্বশেষ দাম দাঁড়ালো ১০৮ টাকা। অতএব, ৮ টাকা দাম বেড়েছে।  

 

একটি টিভির মূল্য ২০% হ্রাস করার ফলে যদি বিক্রি ৫০% বৃদ্ধি পায় তাহলে রাজস্বে কী প্রভাব পড়বে? 

সমাধান: ধরি, ঐ ব্যক্তি ১০০টি টিভি প্রতিটি ১০০টাকা করে বিক্রি করে। ২০% দাম কমালে এখন দাম হয়েছে ৮০টাকা।

তাহলে, ১০০টি টিভির আগের মূল্য = ১০০ Χ ১০০ = ১০০০০ টাকা।

তাহলে, ১০০টি টিভির এখন মূল্য = ১০০ Χ ১০০ = ৮০০০ টাকা।

মূল্য কমেছে = (১০০০০-৮০০০)টাকা = ২০০০টাকা।

শতকরা হারে মূল্য কমেছে = ২০০০ Χ ১০০ / ১০০০০ = ২০ টাকা = ২০%

 

এক ব্যক্তি ৫০০ টাকায় একটি শাড়ি ক্রয় করে ৬ মাস পরে ৫৫০ টাকায় বিক্রি করলো। তাহলে তার বাতসরিক শতকরা কত টাকা লাভ হলো?

সমাধান: ৫০০ টাকায় লাভ হয়েছে ৫০ টাকা। অতএব, ১০০ টাকায় লাভ হয়েছে ১০টাকা। যেহেতু ৬ মাসে ১০% লাভ হয়েছে, অতএব, ১ বছরে লাভ হবে ২০%।

 

৬০ জন ছাত্রের মধ্যে ৪২ জন ফেল করলে পাশের জার কতো?

সমাধান: ৬০ জন ছাত্রের মধ্যে ৪২ জন ফেল করেছে। অতএব, পাস করেছে (৬০-৪২) = ১৮ জন। অতএব শতকরা পাস করেছে ১৮ Χ ১০০/৬০ = ৩০%।

 

কোনো সংখ্যার ১৪%, ৬ হলে ৪০% কত হবে?

সমাধান: ১৪% = ৬

∴ ১% = ৬/১৪%

১০০% = ৬ Χ ১০০%/১৪% = ১৭.১৪ (উত্তর)

 

৭৫ কোন সংখ্যার ২৫% 

সমাধান: ২৫ হলে সংখ্যাটি ১০০

১ হলে সংখ্যাটি = ২৫/১০০

৭৫ হলে সংখ্যাটি = ১০০ Χ ৭৫/২৫ ৩০০ (উত্তর)

 

৪৫০ এর ২২% = কত? 

সমাধান: ৪৫০ Χ ২২/১০০ = ৯৯ (উত্তর)

 

একটি গণিতের বইতে ১৫% কমিশন পাওয়া যায়। গায়ের দাম ১২০ টাকা হলে প্রকৃত দাম কত? 

সমাধান: ১৫% কমিশনে ১২০ টাকায় কমবে = ১২০ Χ ১৫/১০০ = ১৮ টাকা। অতএব, প্রকৃত মূল্য = (১২০ -১৮) টাকা = ১০২ টাকা।


Joven Jobs /ম্যাথ প্লে বইটি থেকে সংগৃহীত

Next Post

খুলনার ইটভাটাগুলোতে শিশু শ্রমিকদের কাজ করানো হচ্ছে বর্বরভাবে

রাজনৈতিক ক্ষমতা, সাংবাদিক-প্রশাসন সবাই নিশ্চুপ খাকে উতকোচে। এস এম নূর: আর্শ্বিন থেকে চৈত্র ইটভাটার মৌসুম। এর মধ্যে হেমন্ত, শীত ও বসন্তকাল পড়ে। শৈত্য প্রবাহ, চৈত্রের দাবদাহ এ সময়ের মধ্যে। প্রতিদিন ভোর ৪টায় কর্মঘন্টা শুরু। যার শেষ সন্ধ্যা ৭টায়। টানা ১৫ ঘন্টা ইটভাটা শ্রমিকদের কর্ম দিবস। যুগ্ম শ্রম পরিচালক কখনোই এদিকে […]
Khulna