বলাই দাসের কবিতা

খুঁজে ফিরি

 

হাজার মুখের মাঝে আমি, একটি মুখই খুঁজি

হাজার কথার মাঝে আমার, একটি কথাই পুঁজি।

হাজার কণ্ঠস্বরের মাঝে, আমি একটি কণ্ঠ খুঁজি

হয়ত সে স্বর হারিয়ে গেছে, ফিরবে না আর বুঝি।

 

সেই অাদলে গড়া মুখ আমি, কোন খানেতে পাই

বুকের মাঝে হু হু করে, নাই-নাই, সে তো নাই।

আস যদি ফিরে তুমি, আস আমার কাছে,

কত সুখে দেখবে আমার, মন-ময়ুরী নাচে।

 

রূপের কথা নাইবা হল, ফর্সা কিংবা কালো

স্মৃতির পটে আঁকতে ছবি, লাগছে না আর ভালো।

হাজার নাম বলল সবাই, কোন সে প্রিয়তমা?

তিলে তিলে গড়েছিলাম, আমার তিলোত্বমা!

 

বলাই দাস

বাগেরহাট, খুলনা।

০১৭৪৯ ২১৭৭৭০