মোতাহার হোসেইনের কবিতা

follow-upnews
0 0

তনু
———-
তনু নয় আজ শুধুই একটি ধর্ষিত লাশ
তনু আজ লাখো কণ্ঠে প্রতিবাদের ঝড়
চোখে-মুখে আগুনের ঝলকানি
রাজপথে তারুন্যের বাঁধভাংগা জোয়ার
মিছিলে মিছিলে উত্তাল
মুষ্ঠিবদ্ধ হাতে বজ্র কঠিন শপথ
পেশীতে-রক্তে প্রলয় হুঙ্কার।
আপামর জনতার বিচারের দাবী-
কণ্ঠে-কণ্ঠে তোলে ধ্বনি-প্রতিধ্বনি–
কেন পথে-প্রান্তরে বনে-জংগলে তনুদের লাশ?
কেন ৭১ এর পদধ্বনি আজ?
গর্জে ওঠো বাংলাদেশ
গর্জে ওঠো তারুন্যে
গর্জে ওঠো পেশীতে-রক্তে
উত্তাল তরংগে, দূর্নিবার স্রোতে,
কালবৈশাখী ঝড়ে, সাইক্লোন কিংবা টর্নেড়োয়,
ভূমিকম্পের তাণ্ডবে কিংবা জ্বলন্ত আগ্নেশগিরির
প্রতিটি লাভায়।
তবেই হবে অপরাধীর শাস্তি
তবেই তনুর আত্নার শান্তি
তবেই প্রতিবাদী তারুন্যের বিজয়।
জেগে ওঠো বাংলাদেশ
জাগ্রত বাংলাদেশ।।

 

মোতাহার হোসেইন

অধ্যক্ষ: মাগুরা পলিটেকনিক ইনস্টিটিউট

Next Post

রাষ্ট্র প্রধানের সমালোচনা করায় মিস তুরস্কের ১৪ মাসের কারাদণ্ড

কোনো ধরনের সমালোচনাই যেন পছন্দ না তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের। অতি সম্প্রতি বাংলাদেশের যুদ্ধাপরাধীদের পক্ষাবলম্বন করে প্রবলভাবে সমালোচিত তুরস্কের এ প্রেসিডেন্টকে সমালোচনা করে এক কবিতা শেয়ার করেছিলেন মিস তুরস্ক মার্ভ বুয়ুকছারাচ। আর সে সময় সে সুন্দরীর বিরুদ্ধে মামলা ঠুকে দিয়েছিলেন বিভিন্নভাবে স্বেচ্ছাচারিতার অভিযোগে অভিযুক্ত এ প্রেসিডেন্ট। জানা যায়, ২০১৪ সালে বুয়ুকছারাচ […]