আশা ভোঁসলে ৮ সেপ্টেম্বর ১৯৩৩ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করে। ভারতীয় এই কিংবদন্তী শিল্পী মূলত হিন্দি সিনেমার নেপথ্য সঙ্গীত গাওয়ার জন্য বিখ্যাত হয়েছেন শুরুতে। ভারতের জনপ্রিয়তম গায়িকাদের মধ্যে একজন হয়েছেন। পাল্লা দিয়ে হিন্দি এবং বাংলা দু ভাষাতেই সমান জনপ্রিয় হয়েছেন। তিনি তাঁর সঙ্গীত জীবনে প্রায় সহস্র সিনেমায় গান গেয়েছেন। একটি হিসেব পাওয়া যায় যে তিনি ১৫০০০ গান গেয়েছেন। ২০১১ সালে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস তাকে সর্বাধিক সংখ্যক গানের রেকর্ডকারী হিসেবে ঘোষণা করে। ভারত সরকার তাকে ২০০৮ সালে পদ্মভূষণ উপাধিতে ভূষিত করে।
অারেক সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর আশা ভোঁসলের বড় বোন। খ্যাতিমান গায়ক এবং সুরকার শচীন দেব বর্মনের পুত্র ও বিখ্যাত সঙ্গীত পরিচালক এবং সুরকার রাহুল দেব বর্মন ছিলেন আশা ভোঁসলের স্বামী।
https://www.facebook.com/gitabitan/videos/464472087406577/?t=90