জাতির পিতা // সুশান্ত সরকার

জাতির পিতা

টুঙ্গিপাড়ায় জন্ম নেয় সে এক বিস্ময়কর খোকা

ভাবাবেগে সবার চেয়ে ছিলেন যে একরোখা।

ছোট্ট বেলায় সবার কাছে প্রিয় ছিলেন অতি

সেই খোকাটি রাষ্ট্র জয়ে হলেন রাষ্ট্রপতি।

 

ইচ্ছে ছিলো দেশের মানুষ দিন কাটাবে সুখে

থাকবে না কেউ অনাহারে, কাঁদবে না কেউ দুঃখে।

অত্যাচারীর খড়গ হাতে আসবে না কেউ তেড়ে

এই ঘোষণা দিলেন তিনি তর্জনীটা নেড়ে।

 

স্বাধীন হলো বাংলার মাটি, স্বাধীন হলো দেশ

লাল সবুজে ছড়িয়ে গেলো স্বাধীনতার রেশ।

চারিদিকে বাজলো বীণা, বাজলো খুশির ঢোল

তার ডাকেতে পূর্ণ হলো বাংলা মায়ের কোল।

 

আলোর জ্যোতি ছড়িয়ে দিয়ে দিন কাটালেন জেলে,

নিজের জীবন বিলিয়ে দিয়ে দেশ ও দশের তরে

শহীদ হলেন সপরিবারে ঘাতকের বুলেট হজম করে!

 

সেই খোকাটি ছিলেন যিনি তোমরা জানো কি তা?

তিনি হলেন বিশ্ব নেতা, আমাদের জাতির পিতা।


কবিঃ অতিরিক্ত পুলিশ সুপার।

কবি সুশান্ত সরকার বর্তমানে বাংলাদেশ পুলিশ বাহিনীতে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কর্মরত। তিনি পড়াশুনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে। শৈশব এবং কৈশর কেটেছে ঠাকুরগাঁও-এ টাঙ্গন নদীর তীরে পৈতৃক নিবাসে। এসএসসি ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় থেকে, এইচএসসি ঢাকা কলেজ থেকে। ছোট বেলা থেকেই তিনি পড়াশোনার পাশাপাশি সংস্কৃতির সাথে যোগ রেখেছেন। বাংলাদেশ পুলিশ বাহিনীতে সুনামের সাথে কাজ করার পাশাপাশি সুশান্ত সরকার বর্তমানে কাব্যচর্চায় মনোনিবেশ করেছেন। ভ্রমণপ্রিয় এ মানুষটি শিশুদের সাথে সময় কাটাতে পছন্দ করেন। ছিন্নমূল এবং তৃণমূলের মানুষের প্রতি তার রয়েছে বিশেষ ভালোবাসা এবং দায়বদ্ধতা।