নারীসত্বা // অনুপা দেওয়ানজী

নারীসত্বা


সমাজ যেদিন আঙ্গুল তুলে আমায় বললো তুমি বিধবা।
রঙ্গিন শাড়ি ছেড়ে সাদা থান পরো।
গায়ের অলংকার খোল।
আহারে ও কৃচ্ছ সাধন করো

সেদিন দুর্বল হইনি।
শোক, তাপ ভুলে গিয়ে

কঠিন ভদ্রতায় তীব্রভাবে বলে উঠলাম
এ আমার পরিচয় হতে পারে না।
আমি কারও অধীন নই বা
কোন অপরাধও করিনি।

মৃত্যু তার নিয়ম মেনে আসে।
স্বামী হারিয়েছি এটা যতনা সত্য
আমি হারাইনি তার চেয়ে বেশি সত্য।

হয়তো স্বামী নারীর ঐশ্বর্য
যা স্বামী হারালে নারীও হারায়
তা বলে তিনি তার সত্বার অংশ নন।

আপন অর্জিত মূল্যে নারীর যে ঐশ্বর্য
তা একান্তই তার আপনার
যা কখনো হারাবার নয়।

নারী সত্বার মূল্য কি কুমারি,
সধবা বা বিধবা পরিচয়ে বাঁধা!

আমি জানতে চাই
বিপত্নীকের জীবন ভিন্ন খাতে যদি না বয়ে থাকে
নারী জীবন কেন ভিন্ন খাতে বইবে?

আমি স্বাভাবিক জীবন চাই।