যে ভালোবাসা ভুলিনি আজও

follow-upnews
0 0

ভালোবাসা শেষে জিজ্ঞেস করলাম,
“নাম কী আপনার?”
সে বলল,
নাম জেনে কী করবা?
নাম না জানলে বরং গল্পটা মনে করতে পারবা,
নাম জানলে শুধু নামটাই মনে পড়বে। নতুন জীবন, নামটাও তুমি নতুন করে দিও। আমি তোমার একটা নাম দিয়েছি।

Next Post

নারীসত্বা // অনুপা দেওয়ানজী

নারীসত্বা সমাজ যেদিন আঙ্গুল তুলে আমায় বললো তুমি বিধবা। রঙ্গিন শাড়ি ছেড়ে সাদা থান পরো। গায়ের অলংকার খোল। আহারে ও কৃচ্ছ সাধন করো সেদিন দুর্বল হইনি। শোক, তাপ ভুলে গিয়ে কঠিন ভদ্রতায় তীব্রভাবে বলে উঠলাম এ আমার পরিচয় হতে পারে না। আমি কারও অধীন নই বা কোন অপরাধও করিনি। মৃত্যু […]