পিযুষ কান্তি বন্দোপাধ্যায়ের লেখা কবিতা

কবিতা

আমার ঈশ্বর থাকে তলপেটে
কিংবা তার খানিকটা নীচে
আমার ঈশ্বর থাকে গুরুবাদে শানিত কীরিচে।

আমার ঈশ্বর থাকে পুজোপাঠে, দুর্বোধ্য লিপিতে
তন্ত্রে মন্ত্রে, ষড়যন্ত্রে, আয়েসে আরামে
আমার ঈশ্বর থাকে হালালে হারামে।

আমি তাকে আমার ইচ্ছার সেই স্বার্থযুক্ত ফুলে
পুজো দিয়ে ইচ্ছেমত ছাঁদে
ঢেলে নিই প্রভেদে, প্রমাদে।

আমার গোপণ থেকে অভিসন্ধি যত
দাঁত, নখ, লকলকে জিভ
তার নামে দৃশ্যমান, জায়েজ, নুরানী
আমার লিপ্সাই তার উপদেশবাণী।

আমি তো শেকল চাই উচ্ছৃঙ্খল ছাপোষা’র পায়ে
নীতিমালা, সংহিতা, হাদিস
উপযুক্ত ক্ষেত্র বুঝে উপযুক্ত বিষ
প্রত্যয়িত করে নিয়ে প্রাণপ্রিয় ঈশ্বরের কাছে
ফেলে রাখি জীবনের আনাচেকানাচে।

আমার ঈশ্বর শুধু বলি চান, নর, মেষ, ছাগ
রক্তহীন তপে তার বিষম-বিরাগ।
স্বতস্ফুর্ত ঘৃণা চান, মূর্ত সর্বনাশ
নতনেত্র, যুক্তহীন আবেগ, বিশ্বাস
মুন্ডুহীন ধরা চান।

…আর তারপর
ঈশ্বরের আমি, আর আমার ঈশ্বর।