সমীর ভট্টাচার্য’ র কবিতা । বিষয়: অভিজিৎ রায় হত্যাকাণ্ড

follow-upnews
0 0

আমার কোনো দেশ নেই,
আমার কোনো জাতি নেই
আমার কোনো ধর্ম নেই
আমার কোনো ভাষা নেই
একরাশ রক্ত গায়ে মেখে—
স্বামীর মৃতদেহের পাশে
আমি দাঁড়িয়ে রয়েছি
আমাকে নয় ,মূঢ়রা –
তোমরা নিজেদের অনুকম্পা কর—

কৌরব সভায় ধ্রুপদ কন্যা থেকে
ইরাণ, ইরাক সিরিয়া, বোকা হারেমের
রুদ্ধ, রক্তাক্ত , নারীদের একজন প্রতিনিধি
হয়ে তোমরা যারা প্রতিবাদ হীন
এই দৃশের সাক্ষ্য দিচ্ছ
আমরা একসাথে বলছি
মূঢ় বিশ্ববাসী তোমরা নিজেরা অভিশাপে বিদ্ধ হও

আমার কোন দেশ নেই
আমার কোনো জাতি নেই
আমার কোনো ধর্ম নেই
আমি এক রক্তাক্ত নারী
মৃত্যু উপত্যকায় দাঁড়িয়ে।
তোমাদেরও বাঁচাতে চেয়েছিলাম।

সমীর ভট্টাচার্য ২৭/০২/১৫

Next Post

রাশিদুল হাসান অপি: বিষয়- অভিজিৎ রায় হত্যাকাণ্ড

যার কলম আছে, সে মরার পরও বেঁচে থাকে। কলম হারিয়ে গেলে আর বেঁচে থাকা যায় না। ব্লগার অভিজিৎ রায় তার কলমের মাঝেই বেঁচে থাকবেন। তার হাত ধরে প্রগতির যে কলম চলছে তা অবিনশ্বর।  রাশিদুল হাসান অপি