রাশিদুল হাসান অপি: বিষয়- অভিজিৎ রায় হত্যাকাণ্ড

follow-upnews
0 0

যার কলম আছে, সে মরার পরও বেঁচে থাকে।
কলম হারিয়ে গেলে আর বেঁচে থাকা যায় না।
ব্লগার অভিজিৎ রায় তার কলমের মাঝেই বেঁচে থাকবেন।
তার হাত ধরে প্রগতির যে কলম চলছে তা অবিনশ্বর। 


রাশিদুল হাসান অপি

Next Post

অভিজিৎ রায় হত্যাকাণ্ড ।। প্লাবন ইমদাদ

দ্বিমত মানেই যে বিরোধিতা নয় এ সত্য কে বোঝাবে ছাগল সম্প্রদায়কে? যৃুক্তি মানেই যে হেয় করা নয় কে উপলব্দি করাবে এ সত্যকে? সত্য মানেই যে তুমি যা বোঝ কেবল সেটাই নয়, কে মানাবে জানোয়ারগুলোকে? ব্রুনোর মৃত্যুর অনেক বছর পরে হলেও খ্রিষ্টান সম্প্রদায় ভুল স্বীকার করেছিল। এ কুত্তাগুলোর আগামী সত্তর প্রজন্মও […]
প্লাবন ইমদাদ