অভিজিৎ রায় হত্যাকাণ্ড ।। প্লাবন ইমদাদ

follow-upnews
0 0

দ্বিমত মানেই যে বিরোধিতা নয় এ সত্য কে বোঝাবে ছাগল সম্প্রদায়কে? যৃুক্তি মানেই যে হেয় করা নয় কে উপলব্দি করাবে এ সত্যকে? সত্য মানেই যে তুমি যা বোঝ কেবল সেটাই নয়, কে মানাবে জানোয়ারগুলোকে?

ব্রুনোর মৃত্যুর অনেক বছর পরে হলেও খ্রিষ্টান সম্প্রদায় ভুল স্বীকার করেছিল। এ কুত্তাগুলোর আগামী সত্তর প্রজন্মও তো স্বীকার করবেনা যে নরহত্যা ভুল, অমার্জনীয় অপরাধ।

আলেক্সান্ডারকে কে একজন বলেছিল, যা তুমি দিতে পারোনা (জীবন) তা কেড়ে নাও কেন?
অভিজিৎ দা, ছাগলকে পাটিগণিত বুঝিয়ে কি লাভ বলুন? এ আবাল সম্প্রদায়কে নিয়ে কে ভাবতে বলেছিল আপনাকে? আপনার তো পেটে ক্ষুধা ছিলনা। মগজের ক্ষুধায় লিখতেন জানি। অজস্র মগজেই অমন তীব্র ক্ষুধা জমে আছে দাদা।

কলম থামবেনা। মুক্তমনা মুক্তমনাদেরই সম্পত্তি।

আমরা ব্যাথিত নয়, লজ্জিত। এ লজ্জা ছাপ্নান্ন হাজার বর্গমাইলের।


প্লাবন ইমদাদ

Next Post

তসলিমা নাসরিন লিখেছেন অভিজিৎ রায় হত্যাকাণ্ড নিয়ে

অভিজিতের খুনীরা পুলিশের চোখের সামনে পালিয়েছে। পুলিশ কি ইচ্ছে করেই ওদের ধরেনি? পুলিশ হয়তো ইচ্ছে করেই ওদের ধরেনি। কিছু পুলিশ নাকি দেখেওছে যখন অভিজিৎকে কোপাচ্ছে দুটো ইসলামী সন্ত্রাসী, ভেবেছে ছেলেরা ছেলেরা মারামারি করছে। পুলিশ গত বছর থেকে জানতো আনসারুল্লাহ বাংলা টিমের হিটলিস্টে অভিজিৎ রায়ের নাম চার নম্বরে। ওই টিমের প্রধান […]