সভ্যতার সীমানা
এখনো ঠিক কত দূরে ভগবান তোমা হতে?
তুমি, নাকি দুবৃত্ত চালায় এমনতর পৃথিবীটা কোনোমতে?
ভগবান তুমি আল্লাহ হয়েছো পাকিস্তানে,
পুড়িয়ে মারে ওরা নারীকে নগ্ন করে।
ভগবান তুমি তো ভগবানই আছো ভারতবর্ষে
কিছু কি লাভ হয়েছে তাতে কৃষকের ঘরে ঘরে?
সভ্যতার সীমানা এখনো ঠিক কত দূরে ভারতবর্ষ হতে?
বাংলাদেশ, পাকিস্তান, ভারত— একই দস্যুবৃত্তি চলে
ভিন্ন ভিন্ন তোমার নামে রাত বেরাতে।
পাঞ্জেরি, বলতে পারো কত দেরী আর রাত পোহাতে?
ভগবান, দেশে দেশে তোমার নাম বদলায়, চরিত্র বদলায় না যে!
তোমাকে নয়,
তোমাকে যে হত্যা করতে পারে বিপন্ন মানুষেরা আজ তাকেই খোঁজে।