ভগবান, তোমাকে নয় // দিব্যেন্দু দ্বীপ

follow-upnews
0 0

সভ্যতার সীমানা

এখনো ঠিক কত দূরে ভগবান তোমা হতে?

তুমি, নাকি দুবৃত্ত চালায় এমনতর পৃথিবীটা কোনোমতে?

ভগবান তুমি আল্লাহ হয়েছো পাকিস্তানে,

পুড়িয়ে মারে ওরা নারীকে নগ্ন করে।

ভগবান তুমি তো ভগবানই আছো ভারতবর্ষে

কিছু কি লাভ হয়েছে তাতে কৃষকের ঘরে ঘরে?

সভ্যতার সীমানা এখনো ঠিক কত দূরে ভারতবর্ষ হতে?

বাংলাদেশ, পাকিস্তান, ভারত— একই দস্যুবৃত্তি চলে

ভিন্ন ভিন্ন তোমার নামে রাত বেরাতে।

পাঞ্জেরি, বলতে পারো কত দেরী আর রাত পোহাতে? 

ভগবান, দেশে দেশে তোমার নাম বদলায়, চরিত্র বদলায় না যে!

তোমাকে নয়,

তোমাকে যে হত্যা করতে পারে বিপন্ন মানুষেরা আজ তাকেই খোঁজে।

Next Post

”জাতীয় গণহত্যা দিবস“ নিয়ে আলোচনায় শাহরিয়ার কবির ও ডা. নুজহাত চৌধুরী শম্পা

https://youtu.be/c3cza66Ry9s বিষয় : জাতীয় গণহত্যা দিবস আলোচক : নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির এবং নির্মূল কমিটির কেন্দ্রীয় নেতা ও শহীদ বুদ্ধিজীবী ডা. আলীম চৌধুরীর কন্যা ডা. নুজহাত চৌধুরী শম্পা।