জন্ম পথের জন্য, শুধু পথিক হও

Path

আর কিছু পথ গেলে যদি মেলে আকাশ

তবে যাব।

আরেকটু সময় থাকলে যদি তুমি আস

তবে রব।

এভাবে হেঁটেছি আমি পৃথিবীর পথে পথে

মেলেনি কোনো আকাশ।

তোমার অপেক্ষায় তিনটি যুগ পেরিয়ে এসেছি

আসেনি কেউ।

আমি হেঁটে চলেছি এখন মানবেরে জানিয়ে দিতে–

এগিয়ে যাও নিরুদ্দেশে, ভালোবেসে।

অপেক্ষা করো না, দু’দণ্ড সময় দিও যদি দেখ

পথপ্রান্তে কেউ অপেক্ষারত, তাকে বলে দিও–

জন্ম পথের জন্য, শুধু পথিক হও।


২/৭/২০১৭

দিব্যেন্দু দ্বীপ, কাগজীটোলা, বাংলাবাজার, ঢাকা