Headlines

পৃথিবীর মানুষ // দিব্যেন্দু দ্বীপ

সুবর্ণা

পৃথিবীটা খুব খটমট লাগছে,

সূর্য তবে চাঁদ চিনেছে।

এই কি কথা ছিল?

আকাশ তাহলে পাতালে কী পেল?

পৃথিবী সৃষ্টি না হলে

মানুষের মৃত্যু হত কি কোনোদিন?

তাই কি হয়?

বন্যতায় যে বিপন্ন হবে

ভালোবাসা দিয়ে তাকে

কতটুকু ভোলানে যায়?


দিব্যেন্দু দ্বীপ