Headlines

আমি বিহীন তোমার কেমন লাগে? // নীলা আক্তার

কে তাকাবে কাহার আগে,

ঠোঁটের ভেতর ঠোঁট লুটোবে,

কে ছুঁয়ে দেয় ঘুমের
ভেতর আড়াল করে?

কে এঁকে দেয় চিহ্ন সেসব

বুকের ভেতর দস্যিপনায়,

স্মৃতিরা সব হাতড়ে বেড়ায়
এইসময়ে

আমি বিহীন কেমন লাগে?
রাত্রি দিনের সকল ভাগে,

আমি বিহীন সবটা সকাল,

কেমন লাগে?

কেমন লাগে, কেমন লাগে, আমায়
তোমার কেমন লাগে?

আমায় ছাড়া কেমন লাগে?

এক জনমের রৌদ্র হাওয়ায়,

দুঃখ সুখের সকল পাওয়ায়,
যদি

ভুল ছিল সেসব ভাবনা ভীষণ,

আমায় তোমার কেমন লাগে?
কেমন লাগে রঙের ভেতর,

সুখের হরেক ঢঙের ভেতর
নানান পোশাক সঙের ভেতর

কেমন লাগে,

আমায় তোমার কেমন লাগে?

আমি বিহীন কেমন লাগে

যখন স্বপ্নগুলো একলা জাগে?

তন্দ্রাবিহীন একটুকু রাত
আমায় ভেবে শুন্য দুহাত
কাঁপবে ভীষণ? কাঁদবে ভীষণ?

আমি বিহীন কেমন লাগে
জানার ভীষণ ইচ্ছে জাগে,

ভীষণ রকম ইচ্ছে জাগে।