Headlines

আর কোনো আদর্শ নয় – সহস্রাব্দ

আদর্শবাদ

 

হরিণেরা বেঁচে আছে এই সমাজে

হায়েনাদের মুখ হতে ছিটকে পড়া

মাংসের টুকরো ভক্ষণ করে,

যেটি আসলে হরিণেরই মাংস।

 

 

আমাদের হত্যা করার জন্য ওরা

যাদের হাতে অস্ত্র তুলে দিয়েছে

তারাও শোষীত-পীড়িত, প্রতিবাদকারী।

পার্থক্য শুধু, ওদের শত্রু ওরা চেনো না।

ওরা জানে না, একই পথে আমরা

প্রথাগত বিষচক্রে মুখোমুখী, যুদ্ধংদেহী!

মানুষের প্রকৃত শত্রুরা রয়েছে

আমাদের মদদদাতা হয়ে।

 

 

আর কোনো আদর্শ নয়,

দুবৃত্তের বিরুদ্ধে লড়াইটা হোক

শুধু ভালোবাসার হাত প্রশস্ত করে।

অবুঝ, অন্ধ ওরাও যেন

আমার হাতটা ধরতে পারে অবলিলায়।


দিব্যেন্দু দ্বীপ