Headlines

পুলিশের বিরুদ্ধে অভিযোগ করা যাবে রাতদিন ২৪ ঘণ্টা

পুলিশের বিরুদ্ধে অভিযোগ

পুলিশের বিরুদ্ধে অভিযোগ

পুলিশের বিরুদ্ধে অভিযোগ করা যাবে রাত দিন ২৪ ঘণ্টা, পুলিশ হেডকোয়ার্টার্সে ‘আইজিপি’স কমপ্লেইন সেল’ এখন থেকে সার্বক্ষণিক চালু থাকবে। পুলিশের সর্বোচ্চ পদমর্যাদার কর্মকর্তা ইন্সপেক্টর জেনারেলের (আইজিপি) কাছে অভিযোগ জানাতে পারবেন সাধারণ মানুষ। পুলিশের যেকোনো অপেশাদার এবং অনৈতিক আচরণের বিষয়ে জানাতে ‘আইজিপি’স কমপ্লেইন সেল’ এ ফোন করা যাবে।

অথবা ই-মেইলেও ([email protected]) অভিযোগ করা যাবে। অভিযোগ করা যাবে ডাকযোগে চিঠি পাঠিয়ে। 

গত রোববার পুলিশের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। পুলিশ হেড কোয়ার্টার্সের সহকারী মহা-পরিদর্শক (এআইজি-মিডিয়া) সোহেলী ফেরদৌস জানান, জনসাধারণ এখন থেকে পুলিশ সদস্যদের যে কোনো অপেশাদার ও অনৈতিক কর্মকাণ্ড সম্পর্কে সরাসরি, কুরিয়ার সার্ভিস অথবা ডাকযোগে অভিযোগ জানাতে পারবেন।