Headlines

সন্ধান দিন: অটিস্টিক শিশু ঈশপকে নিয়ে তার মা নিরুদ্দেশ, অপহরণের আশঙ্কা

সুবর্ণা
ঈশপ শিবু এবং ঈশপের মা নুরুন্নাহার সুবর্ণাকে গত ২৩ সেপ্টেম্বর থেকে পাওয়া যাচ্ছে না। বান্ধবীর বাসায় যাওয়ার কথা বলে ঐদিন বিকালে গেলেও তারা এখন পর্যন্ত বাসায় ফেরে নাই। বান্ধবীর বাসাতেও নাই। ঈশপ শিবু একজন অটিস্টিক শিশু। সুবর্ণার পিতা-মাতা আমেরিকা প্রবাসী এবং ঢাকায় বা তাদের গ্রামের বাড়ী মুন্সিগঞ্জে তাদের কোনো বাসা নেই। মুন্সিগঞ্জ জেলার টঙ্গিবাড়ী উপজেলার মাঠপাড়া গ্রামে সুবর্ণাদের বাড়ী, তবে সেখানে এখন কেউই থাকে না। কেউ ঈশপ এবং সুবর্ণার সন্ধান পেলে নিম্নোক্ত নম্বরে যোগাযোগ করতে বলা হলো।
যোগাযোগ: ০১৮৪ ৬৯ ৭৩২৩২
Aeshop and Subarna