ইউরোপীয় ইউনিয়ন ছাড়ার পক্ষে যারা প্রচারণা চালাচ্ছিলেন, তারা ইংল্যান্ড ও ওয়েলসের বিস্তীর্ণ এলাকায় জয় পেয়েছেন।
শেফিল্ড সহ উত্তরের বড় বড় শহরে, ওয়েলসের উপত্যকা এলাকায়, বার্মিংহাম সহ মধ্য ইংল্যান্ডের প্রধান শহরগুলোতে এবং দক্ষিণ ও পূর্ব ইংল্যান্ডে জয়ী হয়েছে ‘ব্রেক্সিট’।
ইংল্যান্ডের পূর্বাঞ্চলে বেশিরভাগ শহরে শতকরা ৭০ ভাগ মানুষ ইইউ ছাড়ার পক্ষে ভোট দিয়েছে।
ইইউ-তে থাকার পক্ষে প্রচারণা চালানো ‘রিমেইন’ শিবির জয়ী হয়েছে লন্ডনে, স্কটল্যান্ডে আর উত্তর আর্য়াল্যান্ডে।
যে দশটি এলাকায় ইউরোপীয় ইউনিয়নে থাকার পক্ষে ৭৫ শতাংশের বেশি ভোট পড়েছে, তার মধ্যে সাতটিই লন্ডনের এলাকা।