ইউ ছাড়ল ব্রিটেন: কোন্‌ অঞ্চল কোন্‌ পক্ষে ভোট দিল

follow-upnews
0 0

ইউরোপীয় ইউনিয়ন ছাড়ার পক্ষে যারা প্রচারণা চালাচ্ছিলেন, তারা ইংল্যান্ড ও ওয়েলসের বিস্তীর্ণ এলাকায় জয় পেয়েছেন।১

শেফিল্ড সহ উত্তরের বড় বড় শহরে, ওয়েলসের উপত্যকা এলাকায়, বার্মিংহাম সহ মধ্য ইংল্যান্ডের প্রধান শহরগুলোতে এবং দক্ষিণ ও পূর্ব ইংল্যান্ডে জয়ী হয়েছে ‘ব্রেক্সিট’।

ইংল্যান্ডের পূর্বাঞ্চলে বেশিরভাগ শহরে শতকরা ৭০ ভাগ মানুষ ইইউ ছাড়ার পক্ষে ভোট দিয়েছে।

ইইউ-তে থাকার পক্ষে প্রচারণা চালানো ‘রিমেইন’ শিবির জয়ী হয়েছে লন্ডনে, স্কটল্যান্ডে আর উত্তর আর্য়াল্যান্ডে।

যে দশটি এলাকায় ইউরোপীয় ইউনিয়নে থাকার পক্ষে ৭৫ শতাংশের বেশি ভোট পড়েছে, তার মধ্যে সাতটিই লন্ডনের এলাকা।

Next Post

মাসে কমপক্ষে দুই হাজার টাকা বাঁচাবেন যেভাবে

বেশি আয়, বেশি খরচ। এটাই বর্তমান অর্থনৈতিক ব্যবস্থা। কিন্তু এ ব্যবস্থার সবচেয়ে বড় ত্রুটি হচ্ছে— ব্যক্তি শুধু আয় ব্যয়ের মধ্যেই ডুবে থাকছে, জীবন উপভোগ করতে পারছে না। অন্যেকেও ইগনোর করছে। কারণ, খরচের ক্ষেত্র এত বেশি যে, কোনো ইনকামেই তার আর কুলাচ্ছে না। আয় করতে কষ্ট হয়, ব্যয় করারও কিছু কষ্ট […]