আন্তর্জাতিকজীবনযাপনইসলামী বিপ্লবপূর্ব ইরান! follow-upnews9 years ago4 years ago01 mins ইসলামী বিপ্লবের পূর্বে ইরানের মানুষ ছিল মুক্ত, স্বাধীন এবং প্রগতিশীল। জীবন ছিল স্বাচ্ছন্দপূর্ণ। কিন্তু শাসন ব্যবস্থার মাধ্যমেই রাতারাতি সব বদলে দেওয়া হয়েছিল। বোরখা দূরে থাক, হিজাব পরার প্রচলনও তখন ইরানে ছিল না। ছবিগুলো ১৯৭০ সালের। রাতারাতি সব বদলে দেওয়া হলো। মানুষ বাধ্য হয়েছিল জীবনের ভয়ে কদমে কদমে পিছিয়ে যেতে। ইরানে তখন বিভিন্ন ধরনের জ্ঞান-বিজ্ঞানের চর্চা হত। বই-ম্যাগাজিন পড়ার চর্চ ছিল খুব। এমনকি রাস্তায় রাস্তায় বের হত বইয়ের গাড়ি। মানুষ আড্ডার ছলে মেতে থাকতো জ্ঞান-বিজ্ঞানের আড্ডায়, মুক্ত আলোচনায়। সবই থমকে দেওয়া হয়েছিল। ম্যাগাজিনে এ ধরনের প্রচ্ছদ তখন খুবই স্বাভাবিক ছিল। এরপর ১৯৭৯ এ ইসলামী বিপ্লব সংগঠিত হলে ইরানের জীবনধারা বদলে যায়। মুক্ত জীবন হঠাৎ অবরুদ্ধ হয়ে পড়ে। ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত Share on FacebookPost on X Post navigation Previous: পুরুষের শপথ: “আমরা নারীর অধিকার হরণ করব না”Next: সন্তান যমজ হলেও বাবা ভিন্ন!
বাংলাদেশ এবং কোলকাতা নষ্ট করেছে একই মহাজনেরা, তবু কেন কোলকাতা বেশি নষ্ট? follow-upnews3 days ago3 days ago 0
পুলিশের সহযোগিতায় প্রতিবন্ধী ব্যক্তির ১৫০০০ টাকা এবং মূল্যবান কাগজপত্রাদি উদ্ধার follow-upnews6 days ago6 days ago 0