Headlines

ক্রোয়েশিয়ার সুন্দরী প্রেসিডেন্ট বুকে আগলে নিয়েছেন সবাইকে (ভিডিও দেখুন)

কোলিন্ডা কিটোরেভিচ

বিশ্বকাপ ফুটবল ২০১৮ সবে শেষ হলে, তবে এখনো অনেকের উত্তেজনা নিশ্চয়ই কাটেনি। উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছেন ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট কোলিন্ডা গ্র্যাবার-কিটারোভিচ। তাঁর স্বতস্ফুর্ততা নারী পুরুষ নির্বিশেষে সবাইকে আকৃষ্ট করেছে। 

ফাইনাল ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানেও তিনি উপস্থিত ছিলেন। ১৫ জুলাই ২০১৮, রোববার অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে ক্রোয়েশিয়া দুর্ভাগ্য এবং ফ্রান্সের স্ট্রাটেজির কাছে হেরে যায়। 

তারপরও কষ্ট লুকিয়ে ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট কোলিন্ডা গ্রাবার কিটারোভিচ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উভয় দলের খেলোয়াড়দের বুকে টেনে নিয়েছেন।  

ফ্রান্স ফুটবল দলের তরুণ তুর্কি এমবাপেকে তিনি বিশেষভাবে বুকে টেনে নিয়েছেন। যেটি দেখেছে বিশ্ববাসী! একইভাবে নিবিড় আলিঙ্গনে আবদ্ধ করেছেন লুকা মদ্রিচকেও।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে লাস্যময়ী কিটেরোভিচ।