আজকের দিনে: ৬ বছরেও চঞ্চল হত্যার রহস্য উন্মোচিত হয় নাই

follow-upnews
0 0

didarul islam chanchal

৬ বছর আগে আজকের এই দিনে চঞ্চল নিখোঁজ হয়। এর দুই দিন পর ১৮ জুলাই ২০১২ শীতলক্ষ্যা নদীতে তাঁর লাশ পাওয়া যায়। চঞ্চল নাটক লিখতো, অভিনয় করতো, গান গাইতো। সে নারায়নগঞ্জের তোলারাম কলেজে বাংলায় অনার্সের ছাত্র ছিল। বয়স হয়েছিল বিশ বছর। নিহত হবার পাঁচদিন আগে ঢাকা শিল্পকলা একাডেমিতে মুক্তিযুদ্ধের ৪০ বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠিত নাট্য-উৎসবে তাঁর লেখা নাটক ‘বক্তাবলী’ মঞ্চস্থ হয়। নাটকটির জন্য চঞ্চল শিল্পকলা একাডেমির পুরস্কার পেয়েছিল।  ৬ বছরেও চঞ্চল হত্যার রহস্য উন্মোচিত হয় নাই। বিচার হয় নাই।

Next Post

স্বাধীনতা সংগ্রামী অরুণা আসফ আলী

জন্ম: ১৬ জুলাই ১৯০৯ । । মৃতু্য: ২৯ জুলাই ১৯৯৬ ভারতীয় স্বাধীনতা সংগ্রামী ও সমাজকর্মী। তিনি ছিলেন এক বাঙালী পরিবারের মেয়ে। জন্মগত নাম ছিল অরুণা গাঙ্গুলী। পিতার নাম উপেন্দ্রনাথ গাঙ্গুলী, সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মীয়। অরুণা আসফ আলীর জন্ম পাঞ্জাব প্ৰদেশের কালকা নামক এক গাঁয়ে। উপেন্দ্রনাথ গাঙ্গুলী বাংলাদেশের বরিশাল হতে গিয়ে […]
অরুণা আসাফ আলী