শিথিল শর্তে মার্কেন্টাইল ব্যাংক দিচ্ছে পার্সোনাল লোন

follow-upnews
0 0

মাত্র ০.৫% প্রক্রিয়াকরণ ফী সম্বলিত একটি আকর্ষণীয় প্যাকেজ ।

পণ্যের (লোন) বৈশিষ্ট্য

মূনাফা: ১৪%

আবেদনপ্রার্থীকে অবশ্যই অনুমোদনকৃত লোনের ১% রিস্ক ফান্ডে রাখতে হবে। এই লোন কেবলমাত্র চাকুরীজীবীদেরকে প্রদান করা হয়।

সর্বনিম্ন অর্থের পরিমাণ: ৫০,০০০/-

সর্বোচ্চ অর্থের পরিমাণ: ৫,০০,০০০/-

ন্যূনতম ঋণের মেয়াদ: ১বছর

সর্বোচ্চ ঋণের মেয়াদ: ৪বছর

অনুমোদন সময়কাল: আপনার লোনের আবেদন করার পর আবেদন পর্যালোচনা এবং মঞ্জুর করার জন্য ৭ কর্মদিবস সময় নিবে । 

ফি:

প্রক্রিয়াকরণ ফি: ০.৫% (মঞ্জুরকৃত লোনের উপর) । 

স্ট্যাম্প শুল্ক: অ্যাট একচুয়াল।

জরিমানুসমূহ

দ্রুত নিষ্পত্তি: অপরিশোধিত পরিমাণের উপর ২% । 

বিলম্বে পরিশোধ ফি: অপরিশোধিত পরিমাণের উপর ২% ।

শর্তাবলী

১। চাকুরীজীবীদের জন্য স্থায়ী কর্মকর্তা হিসেবে কমপক্ষে সেবার সময় কমপক্ষে এক বছর হতে হবে।

২। সরকারী ব্যক্তিদের জন্য অবশ্যই স্থায়ী হতে হবে।

৩। আবেদনপ্রার্থিকে অবশ্যই অনুমোদনকৃত লোনের ১% ঝুঁকি তহবিলে জমা রাখতে হবে ।

♣ আপনার খরচ কত হবে এবং কিভাবে চার্জ করা হবে?

মার্কেন্টাইল ব্যাংক পার্সোনাল লোনটি নেয়ার জন্য লোনের পরিমাণের উপর নির্ভর করে প্রক্রিয়াকরণ ফী ০.৫% এবং আবেদন ফী বাবদ ৫০০ টাকা ধার্য করা হবে ।

♣ আবেদন গ্রহন করতে কত দিন লাগবে এবং কি কি কাগজপত্র আবশ্যক?

#লোন আবেদন অনুমোদনের সময়কাল: লোনের আবেদন করার পর পর্যালোচনা এবং মঞ্জুর করার জন্য ৭-১০ কর্মদিবস সময় নিবে ।

#প্রয়োজনীয় কাগজপত্র: মার্কেন্টাইল ব্যাংক পার্সোনাল লোনটি নেয়ার জন্য আপনার নিম্নোক্ত কাগজপত্রাদি লাগবে–

১ । আবেদনপ্রার্থীর টিআইএন সার্টিফিকেট।

২। আবেদনপ্রার্থীর ভোটার আইডি কার্ড এর ফটোকপি।

৩। আবেদনপ্রার্থীর সর্বশেষ ৬ মাসের আয় বিবরণী।

৪। আবেদনপ্রার্থীর সর্বশেষ ২ কপি পাসপোর্ট সাইজের ছবি।

৫। ইউটিলিটি বিল (যেমন গ্যাস, বিদ্যুৎ, ওয়াসা) এর ফটোকপি।

♣ আপনার খারাপ কর্পোরেট & ইনভেস্টম্যান্ট ব্যাংকিং(সিআইবি) রেকর্ড থাকলে আবেদন করতে পারবেন কি?

খারাপ কর্পোরেট & ইনভেস্টম্যান্ট ব্যাংকিং(সিআইবি) রেকর্ড থাকলে আবেদন প্রত্যাখ্যাত হবে।

মার্কেন্টাইল ব্যাংক


Next Post

যৌনতার সম্ভাব্য সত্য, সততা এবং রহস্যময়তা

মানব জীবনের সর্বাধিক রহস্যময় বিষয় হচ্ছে যৌনতা। এবং এটা এমন একটা বিষয় যেক্ষেত্রে অবধারিতভাবে কোনো না কোনো প্রয়োজনে মানুষ মিথ্যে কথা বলবেই। এ এমনই এক গুপ্ত ধন, যা পেলে বোকা লুকায়, বৃদ্ধও লুকায়; যৌনতা লুকানোর বিষয় হয়ে উঠেছে মানুষের সভ্যতার অন্তর্জালে জড়িত হওয়ার পর থেকেই। লাখ টাকা দামের প্রশ্ন হচ্ছে, […]
ভালোবাসা প্রেম

এগুলো পড়তে পারেন