পাকিস্তানকে সন্ত্রাসবাদী রাষ্ট্র হিসেবে ঘোষণা দিয়ে সকল সহযোগিতা বন্ধের ঘোষণা দিয়েছে মার্কিন সিনেট

follow-upnews
0 0

আমরা আর যাই হোক অামেরিকার জনগণের করের টাকায় জঙ্গী অর্থায়ন হোক তা চাই না।

পাকিস্তানকে সন্ত্রাসবাদী রাষ্ট্র হিসেবে আখ্যায়িত করেছে মার্কিন সিনেট। বৃহস্পতিবার মার্কিন আইনসভায় কড়া ভাষায় পাকিস্তান সরকারের সমালোচনা করা হয়েছে। সর্বসম্মতভাবে একটি প্রস্তাব পাস হয়, সেখানে বলা হয়েছে, সন্ত্রাসবাদী হিসেবে আখ্যা পাওয়া এবং জাতিসংঘের নিষেধাজ্ঞার তালিকায় থাকা সব জঙ্গি সংগঠনের কাজকর্ম ও কাঠামো বন্ধ ঘোষণা করতে হবে পাকিস্তানকে। পাকিস্তান যদি তা না করে তাহলে তাদের বিরু‌দ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সেটি না করা পর্য়ন্ত আমেরিকার কাছ থেকে পাকিস্তানের প্রাপ্য সব আর্থিক ও সামরিক সাহায্য বন্ধ রাখা হচ্ছে। মার্কিন রিপাবলিক ও ডেমোক্রাট সিনেটররা কড়া এবং অপমানজনক ভাষায় পাকিস্তানকে আক্রমণ করেছে, যা সাধারণত দেখা যায় না। তারা বলেন, “মার্কিন সাহায্য বন্ধ হলে পাকিস্তান হয়ত সৌদি আরব এবং চীনের কাছে ভিক্ষার পাত্র নিয়ে দৌঁড়াবে, হতে পারে জঙ্গিদের তারা মদদ দেওয়া বন্ধ করবে না।” আমরা আর যাই হোক অামেরিকার জনগণের করের টাকায় জঙ্গী অর্থায়ন হোক তা চাই না।
Next Post

“পাঠক ফোরামের দায়িত্ব কী”

কর্তৃপক্ষ বিশ্বাস করে দায়িত্বশীল লেখা প্রকাশের পাশাপাশি পাঠকদের মধ্যে সেতুবন্ধন তৈরি করে দেওয়া, এবং জনগণের মধ্যে ইতিবাচক মনস্তত্ব গঠনে সহযোগিতা করাও আধুনিক গণমাধ্যমের কাজ। জনগণের পিছু নেওয়াই শুধু আধুনিক গণমাধ্যমের কাজ নয়। অনেকেই জানতে চেয়েছেন, follow-upnews.com এর পাঠক ফোরামের দায়িত্ব কী? পাঠক তো যে কেউ হতে পারে, পত্রিকা কে পড়ছে […]