Headlines

এবার শ্রীজাত’র বিরুদ্ধে ধর্মাবমাননার অভিযোগে এফআইআর

 

ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হল। জানা গিয়েছে, গত ১৯ মার্চ যোগী আদিত্যনাথের শপথ গ্রহণের পর ফেসবুকে একটি কবিতা লেখেন শ্রীজাত। তা নিয়ে গন্ডগোলের সূত্রপাত। অভিশাপ নামে কবিতার শেষ দুটি লাইনে ‘ধর্মীয় ভাবাবেগে আঘাত করা হয়েছে’ এই অভিযোগ তুলে শিলিগুড়ির বাঘাযতীন পার্কের বাসিন্দা অর্ণব সরকার  সাইবার ক্রাইম পুলিশ স্টেশনে লিখিত অভিযোগ দায়ের করেন।

অর্ণবের অভিযোগ, কবিতায় শ্রীজাত’র  শব্দচয়ন হিন্দু ধর্মের ভাবাবেগে আঘাত এনেছে। তবে কবির মতে, গনতন্ত্রে প্রত্যেকের  মত প্রকাশের স্বাধীনতা রয়েছে। প্রতিবাদের জায়গা থেকে তিনি এই কবিতাটি লিখেছেন। শুধু তাই নয় সম্পূর্ণ অভিযোগটি তিনি দূর্ভাগ্যজনক ও হাস্যকর বলে মনে করছেন।

সংবাদ উৎস : দোসর