Headlines

পাঠউন্মোচন অনুষ্ঠান: শাহিদা সুলতানার কাব্যগ্রন্থ ‘এক বিষণ্ণ রোববারে’

শাহিদা সুলতানা

শাহিদা সুলতানা


কাব্যগ্রন্থ: এক বিষণ্ণ রোববারে

কবি: শাহিদা সুলতানা

প্রাপ্তিস্থান: শিলা প্রকাশনী, স্টল নং-৫৬৭/৫৬৮ । বইমেলা-২০১৮

গত ১৬ ফেব্রয়ারি ২০১৮ (৪ ফাল্গুন ১৪২৪) বাংলা একাডেমীর কবি শামসুর রাহমান মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে কবি শাহিদা সুলতানার কাব্যগ্রন্থ এক বিষণ্ণ রোববারে ‘র পাঠ উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলা একাডেমির মহাপরিচালক জনাব শামসুজ্জামান খান, বিশিষ্ট কবি ও যুগ্ম সচিব জনাব শেখ নবীরুল ইসলাম বুলবুল, বিশিষ্ট কবি ও সমালোচক জনাব শেখ ফিরোজ আহমেদ বাবু, শিশু একাডেমির পরিচালক জনাব আনজীর লিটন। অনুষ্ঠানে কাব্যগ্রন্থটি থেকে আবৃত্তি করেন, বিশিষ্ট আবৃত্তিশিল্পী মেহেদী হাসান, শিল্পী আহসান, আহসান উল্লাহ তমাল, অাহমেদ মুশফিকা নাজনীন, জিএম মোর্শেদ, শেখ আব্দুল্লাহ আল মামুন, তারিখ খান, মনিরুল ইসলাম, সুপ্রভা সেবতী, ফাহমিদা হক মোনালিসা ও রিয়াসাত আল ওয়াসিফ। 

শাহিদা সুলতানা