মালাকারটোলা গণহত্যা: পড়তে পারেন এ বইটি, এবং এরকম বইগুলো

follow-upnews
0 0

পুরান ঢাকার সূত্রাপুর থানার মালাকারটোলা মহল্লার মালাকারটোলা গণহত্যা নিয়ে গণহত্যা-নির্যাতন নির্ঘণ্ট গ্রন্থমালার এই গ্রন্থটি রচিত। একাত্তরের ২৭মার্চ কারা, কীভাবে সেই ঘৃণ্যতম গণহত্যা সংঘটিত করেছিল নির্যাতিত, ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীর ভাষ্য থেকে তা জানা যাবে; জানা যাবে শহীদদের নাম-পরিচয়, বীরঙ্গনা ও নির্যাতিতদের পরিচয় এবং বধ্যভূমি সংরক্ষণের প্রয়াস ও বর্তমান অবস্থা। এ যেন মুক্তিযুদ্ধের মহাকাব্যের কয়েকটি রক্তভেজা পাতা, শহীদদের আত্মদানের অশ্রুমাখা গাথা— সর্বোপরি মুক্তিসংগ্রামের মর্মস্তুদ কাহিনী। গ্রন্থটি রচনা করেছেন দিব্যেন্দু দ্বীপ। গণহত্যা জাদুঘরের পৃষ্ঠপোষকতায় বইটি প্রকাশ করেছে সুবর্ণ প্রকাশ।

Next Post

প্রেয়সীর নবযৌবন যখন দ্বিধাগ্রস্থতায় // শেকস্ রাসেল

♥ কাছে আসার প্রবল ইচ্ছা চাপা দিতে গিয়ে বেদনা বাড়ে। ভয় হয়, পা বাড়িয়ে আবার পিছিয়ে আসি! তবু কোনোদিন কাছে আসবই, শোধ আমি তুলবই, তোমার সুরপথে দেখা পাব নবজীবনের।   ♥ আমার অন্তঃস্থলে সুরধ্বনি হয়ে সর্বক্ষণ বাজে তোমা হতে ভেসে আসা যে গান, নিরব সে প্রতিধ্বনি তুমি শুনতে কি পাও? […]
প্রেমের কবিতা

এগুলো পড়তে পারেন