Headlines

গোলাম আজম ও গণআদালত প্রসঙ্গে জাতীয় সংসদে বিরোধী দলের নেত্রী শেখ হাসিনার প্রস্তাব ও ভাষণ

শেখ হাসিনা

শেখ হাসিনা

‘শহীদ জননী জাহানারা ইমামসহ স্বাধীনতা প্রিয় দেশবরেণ্য ব্যক্তিদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা আনা হয়েছে। জাহানারা ইমাম একজন শহীদ মুক্তিযোদ্ধার মা, যিনি নিজের সন্তানকে বলেছিলেন, যাও তোমাকে কোরবাণী করে দিলাম মুক্তিযুদ্ধের জন্য’- এই কথা বলে তিনি নিজের সন্তানকে মুক্তিযুদ্ধে পাঠিয়েছিলেন। স্বামী হারিয়েছেন। তিনি অসুস্থ। ক্যান্সার তার শরীর আজ কুড়ে কুড়ে খাচ্ছে। তারপরও সেই অসুস্থ শরীর নিয়ে তিনি গ্রামের প্রত্যন্ত অঞ্চলে আজ ঘুরে বেড়াচ্ছেন, শত শহীদদের, শত লাঞ্ছিত মা বোনের কান্না যেখানে প্রতিধ্বনিত হচ্ছে। আজকে তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা, এটা বাঙালি জাতি মেনে নিতে পারে না। আমি মনে করি তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা দায়ের করে বর্তমান বিএনপি সরকার স্বাধীন বাংলাদেশের মুক্তিযুদ্ধের উপর একটা কলঙ্কজনক অধ্যায় লেপন করেছেন। ….এই মামলা তারা অচিরেই যেন প্রত্যাহার করে নেন। যারা মানবতাবিরোধী যুদ্ধাপরাধী, নরঘাতক, তাদের বিরুদ্ধে বিএনপি সরকার রাষ্ট্রদ্রোহিতার মামলা করেনি, তারা করলো কিনা মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে; এটা আমরা কিছুতেই মেনে নিতে পারি না।

শেখ হাসিনা, ১৬ এপ্রিল ১৯৯২

পুরো ভাষণটি পড়তে ক্লিক করুন …