Headlines

নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবিরের কন্যার মৃত্যুতে নির্মূল কমিটি নিউইয়র্ক চ্যাপ্টারের শোক প্রকাশ!

অর্পিতা শাহরিয়ার কবির মুমু

অর্পিতা শাহরিয়ার কবির মুমু


বিশিষ্ট লেখক, সাংবাদিক, চলচ্চিত্র নির্মাতা ও একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবিরের কন্যা অর্পিতা শাহরিয়ার কবির মুমুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি নিউইয়র্ক চ্যাপ্টার। ৮ জুন (২০২৩) বৃহস্পতিবারে তিনি ঢাকার বাসভবনে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪১ বছর। উল্লেখ্য সাংবাদিক শাহরিয়ার কবিরের কন্যা অর্পিতা শাহরিয়ার মুমু লন্ডনে আইন বিষয়ে পড়ালেখা করতেন। ২০২০ সালের জানুয়ারিতে মা ফাতেমা কবির ডানার মৃত্যুর কারণে তিনি দেশে আসেন। এরপর দেশেই ছিলেন। এক শোক বিজ্ঞপ্তিতে সংগঠনের পক্ষে সভাপতি ফাহিম রেজা নূর ও সাধারণ সম্পাদক স্বীকৃতি বড়ুয়া প্রয়াত অর্পিতা শাহরিয়ার কবির মুমুর আত্মার শান্তি কামনা করেন এবং শাহরিয়ার কবির ও পরিবারের সকলের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।