বাংলা মঞ্চের কার্যক্রম

follow-upnews
0 0

হান্নান কল্লোল

`বাংলা মঞ্চ’র বর্ষবরণ উৎসবে হাজারো দর্শক-শ্রোতার সামনে আহ্বায়কের স্বাগত বক্তব্য প্রদান করতে গিয়ে আনন্দে আপ্লুত হয়েছিলাম৷ গৌরীপুরের সর্বস্তরের মানুষকে ধন্যবাদ জ্ঞাপনের পর বলেছিলাম, ‘বাংলা মঞ্চ একটি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, ভাষার নামে যার নামকরণ৷ শাশ্বত বাঙলার লোকায়ত ঐতিহ্য ও চিরায়ত সংস্কৃতিকে লালন-পালন এবং মুক্তিযুদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনাকে সমুন্নত রাখার অভিপ্রায়ে এই সংগঠনের আত্মপ্রকাশ৷ আমাদের জাতীয় ও সামাজিক দিবসগুলোসহ বাঙালি নাড়ির সঙ্গে সম্পর্কিত প্রায় সকল অনুষ্ঠানকে যথাযোগ্য মর্যাদায় উদযাপন করবো৷ আর আমাদের লক্ষ-উদ্দেশ্য প্রকাশিত হবে কর্মসূচির মাধ্যমে৷
ইতোমধ্যে আমরা বর্ষবরণসহ মহান মে দিবস, রবি ঠাকুরের জয়ন্তীতে ‘রবীন্দ্রসন্ধ্যা’ ও বিদ্রোহী কবির জন্মোৎসবে ‘চির-উন্নত মম শির!’ উদযাপন করেছি৷ ৩০ শ্রাবণ আরেকটু বিস্তৃত পরিসরে পালন করতে চাচ্ছি বিপ্লবী কবি সুকান্ত’র জন্মবার্ষিকী ৷ চিত্রাংকন, আবৃত্তি ও রচনা প্রতিযোগিতার মাধ্যমে সম্পৃক্ত করতে চাই স্কুল-কলেজের শিক্ষার্থীদের৷ উল্লেখ্য মে দিবস উপলক্ষে রচনা ও কুইজ প্রতিযোগিতায় ৩১ জনকে পুরস্কৃত করেছিলাম সম্মাননা ক্রস্ট প্রদান করে৷
সুকান্ত’র জন্মোৎসবের আগাম আমন্ত্রণ জানিয়ে রাখছি আপনাদের সবাইকে৷ সুখের কথা, নজরুল-জয়ন্তীর মতো আলোচক হিসেবে উপস্থিত থাকছেন লেখক-গবেষক হরিদাস ঠাকুর ও রণজিৎ কর এবং বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি, বিশিষ্ট সাহিত্যিক ড. রতন সিদ্দিকী৷ তাঁদের পাশাপাশি আরও ক’জন অগ্রগামী সাহিত্য-সাংস্কৃতিক ব্যক্তিত্বকে আনার চেষ্টা করবো আমরা৷
আর একটি কথা, বাংলা মঞ্চ কিছু আওয়াজ তুলছে৷ গৌরীপুরে একটা অত্যাধুনিক অডিটরিয়াম নির্মাণ, একটা গণগ্রন্থাগার স্থাপন, একটা সাংস্কৃতিক একাডেমি গঠন ইত্যাদি দাবি-দাওয়াও উত্থাপন করে যাচ্ছে৷ আশা রাখি একদিন আমাদের সবই হবে৷ কেননা আমাদের সঙ্গে আছেন গৌরীপুরের সাহিত্য-সাংস্কৃতিক অঙ্গনের অগ্রসর ব্যক্তিত্ববর্গ, গণমাধ্যমকর্মীবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থীসহ সর্বস্তরের জনগণ৷ সর্বাত্মক সহযোগিতা করে আসছেন সমুদয় সংগীত-সাংস্কৃতিক প্রতিষ্ঠান ও সংগঠনের সংশ্লিষ্ট সকলেই৷ উদীচী শিল্পীগোষ্ঠী, চাঁদের হাট, সংগীত নিকেতন, সরকার শুদ্ধ সংগীত বিদ্যায়তন, অগ্রদূত সংগীত বিদ্যালয়, অপূর্ব শিল্পীগোষ্ঠী, গৌরীপুর শিল্পীগোষ্ঠী, এমিউজ শিল্পীগোষ্ঠী, সারেগামা সাংস্কৃতিক একাডেমি, সজাগ সাংস্কৃতিক সংসদ, গৌরীপুর থিয়েটার, ছায়ানীড় যাত্রা ও নাট্যশিল্পী কল্যাণ সংস্থা, প্রত্যাশা সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়ন সংস্থা, ইব্রাহিম স্মৃতি সংসদ, নূরু মিয়া স্মৃতি সংসদ ও সান কালচারাল টীমের কাছে বাংলা মঞ্চ চিরকৃতজ্ঞ৷ জনপ্রতিনিধি, দাতা ও প্রশাসনিক কর্মকর্তাসহ গৌরীপুরবাসীর নিকট বেড়েই চলছে আমাদের ঋণ৷ মঞ্চের সহযোদ্ধাদের জানাই আন্তরিক ধন্যবাদ৷ আর গৌরীপুর প্রেসক্লাবের ক্ষেত্রে কৃতজ্ঞতা প্রকাশ, ঋণ স্বীকার, ধন্যবাদ জ্ঞাপন- কোনোটাই যথেষ্ট নয়; কারণ জন্মলগ্ন থেকে বাংলা মঞ্চ নামের সংগঠনটির সঙ্গে তার সম্পর্ক অবিচ্ছেদ্য৷

Next Post

স্কুল পালিয়ে হাজার কোটিপতি

আপনি কি আপনার শিক্ষাগত যোগ্যতা নিয়ে দুশ্চিন্তায় আছেন? ভাবছেন, প্রাতিষ্ঠানিক শিক্ষার অভাবে আপনার কোনো উন্নতি সম্ভব নয়। আপানার চারপাশের মানুষগুলোকে সবসময় আপনাকে হয় স্মরণ করিয়ে দিচ্ছে যে, বড় ডিগ্রি ছাড়া সফল হওয়া সম্ভব নয়। আপনি কি হতাস হয়ে পড়ছেন? স্বপ্ন থেকে ক্রমাগতভাবে দূরে সরে যাচ্ছেন? নিচের লেখাটি আপনার জন্য। জেনে […]
Mark zuckerberg

এগুলো পড়তে পারেন