অভিজিৎ রায়সহ বাংলাদেশে ব্লগার হত্যাকাণ্ড নিয়ে নির্মিত ডকুমেন্টারি ‘আলো হাতে আঁধারের যাত্রী’র শো হতে যাচ্ছে কলকাতার যাদবপুর ইউনিভার্সিটিতে।
আজ ২০ আগস্ট বিকাল ৪ টায় যাদবপুর ইউনিভার্সিটিতে এই ডকুমেন্টারিটি দেখানোর পাশিপাশি ‘মত প্রকাশের গনতান্ত্রিক অধিকার: ধর্মীয় মৌলবাদ’ বিষয়ে আলোচনা করবেন বন্যা আহমেদ এবং রকিবুল হাসান।
এছাড়া ইংল্যান্ড থেকে সম্প্রচারিত হওয়া টেড টকের ভিডিওটি দেখানো হবে যেখানে বন্যা আহমেদ কথা বলেছেন ২০১৫ সালের অভিজিৎ রায়ের হত্যাকাণ্ডের সময় থেকে শুরু করে তার পরবর্তী জীবন যুদ্ধের কথা।