ব্লগার হত্যাকাণ্ড নিয়ে নির্মিত ডকুমেন্টারি ‘আলো হাতে আঁধারের যাত্রী’

follow-upnews
0 0


অভিজিৎ রায়সহ বাংলাদেশে ব্লগার হত্যাকাণ্ড নিয়ে নির্মিত ডকুমেন্টারি ‘আলো হাতে আঁধারের যাত্রী’র শো হতে যাচ্ছে কলকাতার যাদবপুর ইউনিভার্সিটিতে।
আজ ২০ আগস্ট বিকাল ৪ টায় যাদবপুর ইউনিভার্সিটিতে এই ডকুমেন্টারিটি দেখানোর পাশিপাশি ‘মত প্রকাশের গনতান্ত্রিক অধিকার: ধর্মীয় মৌলবাদ’ বিষয়ে আলোচনা করবেন বন্যা আহমেদ এবং রকিবুল হাসান।
এছাড়া ইংল্যান্ড থেকে সম্প্রচারিত হওয়া টেড টকের ভিডিওটি দেখানো হবে যেখানে বন্যা আহমেদ কথা বলেছেন ২০১৫ সালের অভিজিৎ রায়ের হত্যাকাণ্ডের সময় থেকে শুরু করে তার পরবর্তী জীবন যুদ্ধের কথা।

Next Post

২১ আগস্টের গ্রেনেড হামলা নিয়ে লিখেছেন জাহাঙ্গীর হোসেন

২১ আগস্ট “মানববর্ম” তৈরি করে নিজেদের জীবনদিয়ে নেতাকর্মীরা রক্ষা করে জননেত্রী শেখ হাসিনাকে!  বিশ্বের ইতিহাসে অনেক রাজনৈতিক জনপ্রিয় নেতাকে হত্যা করা হয়েছে। এমনকি বঙ্গবন্ধুকে পর্যন্ত হত্যা করেছিল ষড়যন্ত্রকারীরা। কিন্তু বাসস্থানে দায়িত্বরত ব্যক্তিগণ বা কেউ মানববর্ম রচনা করেননি বঙ্গবন্ধুর জীবন রক্ষার্থে। যেমন করেননি রোমান সেনাপতি জুলিয়াস সিজারকে রক্ষার জন্যে তার সমর্থকগণ, […]
জাহাঙ্গীর হোসেন