সাড়ে ৪ কোটি টাকার তক্ষক উদ্ধার

follow-upnews
0 0

 

তক্ষক
উদ্ধার হওয়া তক্ষক

মঙ্গলবার সকালে উপজেলার বাঁশতলা সীমান্তের দক্ষিণ কলোনি থেকে তক্ষকগুলো উদ্ধার করা হয় বলে বিজিবি ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাসির উদ্দিন জানান।

তবে এ সময় কাউকে আটক করা যায়নি বলে জানান তিনি।

বিজিবি অধিনায়ক বলেন, তক্ষকগুলো পাচারা করার জন্য আনা হয়েছিল। গোপন খবরে অভিযান চালিয়ে বিজিবি তা উদ্ধার করেছে।

উদ্ধার তক্ষকের মূল্য আনুমানিক চার কোটি ৫৮ লাখ টাকা বলে জানান এ বিজিবি কর্মকর্তা।

সংবাদ : বিডিনিউজ

Next Post

স্বাস্থ্যকর ‘জুট গ্রিন টি’

পাট থেকে তৈরি এক ধরনের অর্গানিক পানীয় আবিষ্কার করেছেন পাট গবেষণা কেন্দ্রের (বিজেআরআই) বিজ্ঞানীরা। বহু আগে আমাদের দেশে পাট থেকে পানীয় তৈরির প্রচলন থাকলেও কালের বিবর্তনে তা হারিয়ে গিয়েছিল। এর সাথে সংশ্লিষ্টরা আশা করছেন, নতুনভাবে আবিষ্কার করা এই পানীয় বিশ্বব্যাপী জনপ্রিয়তা পাবে। পাট থেকে বানানো এই পানীয়ের নাম দেয়া হয়েছে […]
অর্গানিক চা

এগুলো পড়তে পারেন