রাজবাড়ী পশ্চিম ভবানীপুর ৮নং ওয়ার্ডের শহীদ অমূল্য কুমার দে-এর কণিষ্ট পুত্র ক্যান্সার আক্রান্ত হয়ে দীর্ঘ কয়েক বছর ধরে ভারতের ভেলোরের সিএমসি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ক্ষুদ্র ব্যবসায়ী চঞ্চল কুমার দে চিকিৎসা করতে গিয়ে সর্বস্বান্ত হয়ে পড়েছেন। তিনি বলেন, আমার পিতা ’৭১-এ পাকিস্তানি বাহিনীর হাতে শহীদ। আমার কেন আজ চিকিৎসার জন্য মানুষের কাছে সহযোগিতা চাইতে হবে? সরকারের উচিৎ আমার এবং আমার মতো শহীদ পরিবারের অন্যান্য সদস্যদের পাশে দাঁড়ানো। ১৯৭১ সালের ৩০ এপ্রিল চঞ্চল কুমার দে-এর পিতা অমূল্য কুমার দে-কে পাকিস্তানি হানাদের বাহিনী এবং রাজাকারেরা ধরে নিয়ে গিয়ে জৌকুড়া গ্রামে অন্যান্যদের সাথে নির্মমভাবে গুলি করে হত্যা করে রেখে চলে যায়। শহীদ অমূল্য কুমার দে-এর সন্তান ক্যান্সার আক্রান্ত চঞ্চল কুমার দে-এর ভাষ্যমতে পিতার মৃত্যুর পরে শিশু কিশোর বয়সী সন্তানদের খেয়ে না খেয়ে দিন কাটে। তাদের জায়গা জমি বেদখল হয়ে যায়। এরপর বিভিন্ন ক্ষুদ্র ব্যবসা করে টিকে থাকার চেষ্টা চালালেও দুরারোগ্য ব্যধিতে পরিবারটি আবার সর্বস্বান্ত হয়ে পড়েছে। এমতাবস্থার শহীদ পরিবারের সন্তান হিসেবে তিনি সরকারের কাছে সহযোগিতা চান।
যোগাযোগঃ ০১৭১১ ৯৬১২৯১