মৃত মানুষের মস্তিষ্ক সচল করার চেষ্টা করছেন বিজ্ঞানীরা। এই প্রচেষ্টার জন্য পাওয়া গেছে স্বাস্থ্য বিভাগের অনুমোদনও। তবে শুধুমাত্র কোমায় ও লাইফ সাপোর্টে থাকা রোগীদের নিয়েই এই পরীক্ষা নিরীক্ষা করা যাবে।
যুক্তরাষ্ট্রের এক বায়োটেক কোম্পানি এই অনুমোদন পেয়েছে। তারা পরীক্ষা চালানোর জন্য ২০ জন মৃতপ্রায় রোগীকেও মনোনীত করেছে।
রিঅ্যানিমা নামের এই প্রকল্পটি একইসঙ্গে যুক্তরাষ্ট্র ও ভারতে কাজ করে যাচ্ছে।এই প্রযুক্তিতে ক্লিনিক্যালি মৃত ব্যক্তির মস্তিষ্কে কিছু থেরাপি দেওয়া হয় । এ ছাড়াও লেজার রশ্মি ও স্নায়ু-উত্তেজক কিছু পদ্ধতি প্রয়োগ করে উজ্জীবিত করা হয় রোগীর মস্তিষ্ক।
বায়োকোয়ার্কের সিইও ডঃ ইরা পাস্টোর বলেন, ‘চিকিৎসা বিজ্ঞানে এই প্রথমবার মৃত মানুষকে ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে।আশা করি দুই থেকে তিন মাসের মধ্যেই আমরা ঈপ্সিত সাফল্যে পৌঁছাতে পারবো।’
তিনি আরও বলেন, ‘আমরা ২০ জন রোগীকে নিয়ে শুরু করেছি, তবে অচিরেই আমরা আরও রোগীকে নিয়ে চেষ্টা শুরু করবো।’ সূত্র: দ্য টেলিগ্রাফ