শরীরের অভ্যন্তরীণ অঙ্গপ্রতঙ্গ সমূহ

follow-upnews
3 0

মানব দেহ অভ্যন্তরের অঙ্গপ্রতঙ্গ

সকল প্রাণীর মতই মানবদেহ কতগলো তন্ত্রের সমন্বয়ে গঠিত, প্রতিটি তন্ত্র আবার কতগুলো অঙ্গ দ্বারা গঠিত। অঙ্গগুলি অনেকগুলো কলা দ্বারা তৈরি এবং কলা সমূহ বহু সংখক কোষ ও ধাত্রের সমন্বয়ে গঠিত।

দেহাভ্যন্তরস্থ অন্ত্র সমূহের সাধারণ নাম:

মস্তিষ্ক, চোখ, পিত্তথোলী, হৃৎপিন্ড,  ইন্টেস্টাইন সমূহ, বৃক্ক, যকৃৎ, ফুসফুস, ইসোফেগাস,  ডিম্বাশয়, অগ্নাশয়, প্যারাথাইরয়েড, পিটুইটারী, প্রসটেট, স্প্লিন, পাকস্থলী, অন্ডকোষ, থাইমাস, থাইরয়েড, গর্ভাশয়, এ্যাড্রেনাল গ্রন্থি, এ্যাপেন্ডিক্স, মুত্রথলী ইত্যাদি।

মানব দেহ
মানব দেহের অভ্যন্তরস্থ প্রধান প্রধান অঙ্গের নাম।
মানব দেহের বিভিন্ন অংশ।

মস্তিষ্ক (ব্রেন)

মস্তিষ্ক হল কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের পুরোভাগ, যা মস্তকের অভ্যন্তরে অবস্থিত এবং দেহের প্রধান নিয়ন্ত্রণকেন্দ্র।

চোখ

 

কান

নাক

মুখ/গলা/বাকযন্ত্র/শ্বাসযন্ত্র


যকৃত (লিভার)

যকৃতের কাজ।

পরিপাকতন্ত্র


পাকস্থলি

 

 


ক্ষুদ্রান্ত্র


বৃহদান্ত্র


পায়ুপথ

 


রেচনতন্ত্র (কিডনি)


পুরুষ প্রজননতন্ত্র

 

 


নারী প্রজননতন্ত্র

 

ছবি : অনলাইন

Next Post

শিশুটিকে বাঁচিয়ে মারা গেলেন রেল কর্মচারী বাদল মিয়া

বেলা একটা। দ্রুতগামী একটি ট্রেন ছুটে আসছে। ছোট্ট শিশুকে সঙ্গে নিয়ে তখনো এক মা রেললাইন পার হতে পারেননি। রেললাইনের পাশ থেকে এক ব্যক্তি ওই মাকে টান দিয়ে সরিয়ে নিলেন। রেললাইনের ওপর রয়ে গেল শিশুটি। এটা দেখে ছুটে গেলেন রেললাইনের কাছে দাঁড়িয়ে থাকা রেল কর্মচারী বাদল মিয়া (৫৮)। শিশুটিকে ধাক্কা দিয়ে […]

এগুলো পড়তে পারেন