খবর
মাননীয় প্রধানমন্ত্রী,
আমার ভক্তিপূর্ণ সালাম রইলো। আমি জন্মলগ্ন থেকেই মুজিব আদর্শের একজন নির্ভীক সৈনিক। আমি প্রশিকায় উপপরিচালক পদে কর্মরত আছি। আমি ফেসবুকে কাজী ফারুকের বিভিন্ন অপকর্ম এবং তাঁর প্রতিষ্ঠিত ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন (রাজনৈতিক দল) এর ব্যানারে গরীব মানুষের আমানতের কোটি কোটি টাকা ব্যয় করা, কর্মী ও সদস্যদের পাওনা কয়েকশত কোটি টাকা আত্মসাৎ, কর্মীদের নাজেহাল করার জন্য মিথ্যে মামলা, কর্মী ছাঁটাই ও বিভিন্ন দুর্নীতি প্রকাশ করি।
এতে তিনি ক্ষিপ্ত হন এবং তাঁর সন্ত্রাসী কূপুত্রসহ একদল সন্ত্রাসী বাহিনী দ্বারা আমাকে হত্যার জন্য আজ আক্রমণ করান। আমার প্রিয় সহকর্মী জামান ও মিন্টু ভাই সন্ত্রাসীদের প্রতিহত না করলে ওরা আমাকে নিশ্চিত হত্যা করতো। প্রিয় নেত্রী আমি সন্ত্রাস ও সন্ত্রাসীর গডফাদার কাজী ফারুক ও তার সন্ত্রাসী কূপুত্র কাজী রুবায়েতের হাত থেকে বাঁচতে চাই।
আপনি মমতাময়ী মা। আমরা সন্ত্রাসমুক্ত নিরাপদ প্রশিকা চাই।
জয়বাংলা! মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আইজিপি ও ওসি রূপনগর,
আমার উপর আজ যে কপুরুষিত ও পরিকল্পিত বর্বর হামলা হয়েছে তার সুবিচার চেয়ে ইতোমধ্যেই রূপনগর থানায় আমি বাদী হয়ে একটি এজাহার দায়ের করেছি। আমি আশা করি আসামিদের ২৪ঘণ্টার মধ্যে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হবে । প্রশিকার কর্মীরা এটাই প্রত্যাশা করে।
প্রিয় কর্মী ভাই ও বোনেরা,
সন্ত্রাস ও সন্ত্রাসীর জন্মদাতা কাজী ফারুক ও তার কূপুত্র কাজী রুবায়েতের হাত থেকে প্রশিকাকে রক্ষা করার জন্য এগিয়ে আসো এবং এক হও। জেগে ওঠো, বিবেক জাগ্রত করো, তোমরা বাঁচ এবং প্রশিকা বাঁচাও। সবাই ভাল থাকবেন।
উপ পরিচালক, প্রশিকা।