Headlines

একটি মানবিক নিয়োগ বিজ্ঞপ্তি // দীপ্রা

১. কিছু মন চাই, পৃথিবীর সব মানুষকে নি:শর্ত ভালোবাসবে এমন মন।

২. কিছু মাথা চাই, চিন্তা, বুদ্ধি যাদের উন্মুক্ত, বদ্ধ না। যেকোনো মতামত যাচাই করার মত ধৈর্য নিয়ে যারা একসাথে কাজ করতে পারবে।

৩. কিছু হৃদয় চাই, যারা ভালোবাসা দিয়ে অহংকার, লোভ, বিদ্বেষকে জয় করবে এবং সাহস দিয়ে প্রাণভয়কেও হারিয়ে দিবে।

৪. কিছু হাত চাই, একসাথে কাজ করার জন্য কঠিনতম সময়েও যারা পরস্পরকে শক্ত করে ধরে শক্তিশালী বন্ধুত্বের বলয় তৈরি করবে।

৫. কিছু চরিত্র চাই, সততা, দায়িত্ববোধ, বিশ্বস্ততার উদাহরণ হয়ে যারা মানবতার পথ প্রদর্শন করবে।

৬. কিছু মানুষ চাই, যারা একতা আর সম অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে মানবজাতিকে পূর্ণতা দিতে সামনে এগিয়ে আসবে।


যোগাযোগ: ইনবক্স – দীপ্রা নাথ