কলা নিয়ে রঙ ।। মেহেদি হাসান

follow-upnews
0 0
কলা
ছবিটা সদরঘাটের হেমেন্দ্র দাস রোড বিদ্যুৎ অফিসের সামনে থেকে তোলা।

বিদ্যুৎ অফিসের সামনে চায়ের দোকানে কলা ঝুলিয়ে রেখেছে বিক্রির জন্যে
বিদ্যুৎ অফিসের এক প্রকৌশলী চা খাওয়ার সময় জিজ্ঞেস করলো কলার দাম কত?

দোকানদারঃ কি কাজে কলা ব্যবহার করবেন তার উপর নির্ভর করে কলার দাম!!

প্রকৌশলীঃ মানে কি ?!?

দোকানদারঃ যদি কোন মিলাদ বা ধর্মীয় কাজে নেন তাহলে দুই টাকা পিচ, যদি রুগির জন্যে নেন তাহলে ৩টাকা পিচ, আর যদি নিজে খাওয়ার জন্যে নেন তবে ৫ টাকা পিচ!!

প্রকৌশলীঃ ইয়ার্কি কর, একই কলার দাম বিভিন্ন হয়?!

দোকানদারঃ একই খুঁটি হতে বিদ্যুৎ বাসায় গেলে একদর, দোকানে গেলে আরেক দর, কারখানায় গেলে আরেক দর। তাহলে আমার কলা কি দোষ করলো?


মেহেদি হাসান

গ্রাফিক্স ডিজাইনার

Next Post

বাবাকে কে ভোলে ।। স্বপন বসু

উনিশ’ একাত্তর সালের ১৭ মে আমার বাবা শহীদ হন। বাসাবাটির করিম মওলানার ছেলে আলী আর রাজমিস্ত্রি কুটি মোল্লা বাবাকে হত্যা করে। পাকিস্তানি বাহিনী ২৫মার্চ ঢাকায় ক্রাকডাউন করলেও বাগেরহাটে প্রথম আসে ২৪ এপ্রিল। এ পর্যন্ত বাগেরহাটের জীবনযাত্রা প্রায় স্বাভাবিক ছিল। সেদিন আমরা শেলের শব্দ শুনে বাড়ি চলে আসি। এর এক ঘণ্টা […]
বাগেরহাট