কিছু জায়গায় ইতিবাচক হওয়া খুব জরুরী

follow-upnews
0 0

১। কাউকে খাওয়ানো খুব কঠিন, দুটি কারণে কঠিন–

(ক) আর্থিক কারণ; (খ) ইচ্ছা এবং সময়।

তাই কেউ যদি আপনাকে খাওয়াতে চায়, রেস্টুরেন্টে অথবা বাড়িতে তাহলে তাকে বড় করে একটা ধন্যবাদ দিন। খাওয়ার পরে অবশ্য কোনো খুঁত ধরবেন না, বরং যে রান্না এবং পরিবেশন করেছে, তার প্রতি আন্তরিক ভালোলাগা প্রকাশ করুন।

২। ব্যস্ত এ জীবনে মানুষকে সময় দেয়া খুব কঠিন। কেউ আপনার পাশে বসলে, আপনার সাথে দুটো কথা বলতে চাইলে তাকে গুরুত্ব দিন।

৩। বন্ধু টাকা খরচ করছে না বলে তাকে কৃপণ ভাববেন না, বরং ভাবুন টাকা নেই বলে সে খরচ করতে পারছে না, এবং এজন্য সে নিজেও কষ্ট পাচ্ছে।

Next Post

৬১, শুকলাল দাস লেন: বাড়িআলী বেপরোয়া

পুরো ঠিকানা: ৬১, শুকলাল দাস লেন, কাগজীটোলা, ঢাকা-১১০০। ইচ্ছেমত তিনি ভাড়াটিয়াদের সাথে ব্যবহার করছেন। অপমান করছেন। এডভান্স নিচ্ছেন কিন্তু কোন কাগজ দিচ্ছেন না। বাসা ভাড়ার চুক্তিপত্র করছেন না। প্রতি মাসে ভাড়া নিচ্ছেন কিন্তু কোন রশিদ দিচ্ছেন না। কথার বরখেলাপ করছেন পদে পদে। বাসার প্রয়োজনীয় সংস্কার করছেন না। বড় ধরনের সমস্যা […]