৬১, শুকলাল দাস লেন: বাড়িআলী বেপরোয়া

follow-upnews
0 0

IMG_2759

পুরো ঠিকানা: ৬১, শুকলাল দাস লেন, কাগজীটোলা, ঢাকা-১১০০। ইচ্ছেমত তিনি ভাড়াটিয়াদের সাথে ব্যবহার করছেন। অপমান করছেন। এডভান্স নিচ্ছেন কিন্তু কোন কাগজ দিচ্ছেন না। বাসা ভাড়ার চুক্তিপত্র করছেন না। প্রতি মাসে ভাড়া নিচ্ছেন কিন্তু কোন রশিদ দিচ্ছেন না। কথার বরখেলাপ করছেন পদে পদে। বাসার প্রয়োজনীয় সংস্কার করছেন না। বড় ধরনের সমস্যা করছেন বাসা ছাড়ার সময়। এডভান্সের টাকা আটকে রেখে জিম্মি করছেন। নানান উছিলায় টাকা কেটে রাখছেন। প্রতিবাদ করলে অপমান করছেন। সমস্যার প্রতিকার চেয়ে শেষ পর্যন্ত আইনের আশ্রয় নেওয়া সিদ্ধান্ত নিয়েছেন ঐ বাসার এক ভাড়াটিয়া।

IMG_2762
বাড়ির ভেতরে এরকম একটি ড্রেন রয়েছে যেটি নোংড়া হয়ে থাকে সবসময়।

IMG_2760
বাড়ির ফটকে কোন নম্বর প্লেট নেই, বিপরীতে বাড়ির নম্বর ‘৬১’ হলেও একটি চালের দোকানের সাইনবোর্ডে লেখা রয়েছে ‘৪৫/১’, ফলে নবাগতরা সমস্যায় পড়ছে।

Next Post

ইংরেজি সাহিত্য: জ্যাক লন্ডন

জ্যাক লন্ডন একসময় ভবঘুরে ও গৃহহীন অবস্থায় দিনযাপন করেছেন। এক শহর থেকে অন্য শহরে কাজের সন্ধানে ঘুরে বেড়িয়েছেন। রেলগাড়ীতে চড়ার মত পয়শাও তার ছিল না। এ বিষয়গুলো তিনি তাঁর ‘দ্য রোড গ্রন্থে’ উল্লেখ করেছেন। রাজনৈতিক দর্শন হিসেবে একজন সমাজতান্ত্রিক ধ্যান-ধারনার সমর্থক ছিলেন তিনি। সমাজতান্ত্রিক আন্দোলনে সরকারের উৎপাটন, নিপীড়নকে ‘দি আয়রন […]