ইংরেজি সাহিত্য: জ্যাক লন্ডন

follow-upnews
0 0

250px-Jack_London_young

জ্যাক লন্ডন একসময় ভবঘুরে ও গৃহহীন অবস্থায় দিনযাপন করেছেন। এক শহর থেকে অন্য শহরে কাজের সন্ধানে ঘুরে বেড়িয়েছেন। রেলগাড়ীতে চড়ার মত পয়শাও তার ছিল না। এ বিষয়গুলো তিনি তাঁর ‘দ্য রোড গ্রন্থে’ উল্লেখ করেছেন। রাজনৈতিক দর্শন হিসেবে একজন সমাজতান্ত্রিক ধ্যান-ধারনার সমর্থক ছিলেন তিনি। সমাজতান্ত্রিক আন্দোলনে সরকারের উৎপাটন, নিপীড়নকে ‘দি আয়রন হীল গ্রন্থে’ চিত্রিত করেন। সামুদ্রিক জীবনেও অর্ধাহারে-অনাহারে সময় কাটিয়েছেন। এরজন্যে তিনি ঝিনুক আহরণ করে খাদ্য হিসেবে গ্রহণ করে জীবনধারন করেন।
পুরো নাম জন গ্রিফিথ জ্যাক লন্ডন (John Griffith “Jack” London; ১৮৭৬ – ১৯১৬) বিখ্যাত আমেরিকান লেখক। তাঁর প্রকৃত নাম জন গ্রিফিথ চেনে। কিন্তু সর্বসমক্ষে তিনি জ্যাক লন্ডন হিসেবেই পরিচিত ব্যক্তিত্ব। ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে বসবাস করলেও জীবনের অনেকগুলো দিন হাওয়াই ও আলাস্কায় অতিবাহিত করেছেন। ‘দ্য কল অব দি ওয়াইল্ড’ ‘হোয়াইট ফ্যাঙ’ ‘দ্য রোড’ ‘দি আয়রন হীল’ ‘দ্য সী উল্ফ’ তাঁর বিখ্যাত গ্রন্থ। তন্মধ্যে, ‘দ্য কল অব দি ওয়াইল্ড’ বইটি তাঁকে ভীষণ জনপ্রিয়তা এনে দেয়। এতে বাক নামের একটি কুকুরকে আলাস্কায় বরফের উপর দিয়ে গাড়ী চালনার জন্যে আনা হয়। ১৮৯০-এর দশকে কানাডার ক্লনডিকে সোনার খনি আবিষ্কারের সময়কালে এ বইটি প্রকাশিত হয়। এছাড়াও তিনি কুকুর ও নেকড়ে নিয়ে আরো কয়েকটি বই রচনা করেছেন।

Next Post

গারো দম্পতি: ছবিটির নেত্রকোণার দুর্গাপুর থেকে তোলা