জন সচেতনতামূলক পোস্টার প্রচার করার সিদ্ধান্ত নিয়েছে “আঠারো”

follow-upnews
0 0

Untitledd


দেশপ্রেমিক জনগণের সংগঠন ‘আঠারো’ জনসচেতনতামূলক একটি পোস্টার প্রচার করার সিদ্ধান্ত নিয়েছে। পোস্টারে তারা লিখেছে- “অ্যাকাডেমিক বইয়ের ক্ষেত্রে কোনো প্রকাশনী সঠিকভাবে লেখক/সম্পাদকের নাম উল্লেখ করে না, ফলে ক্রেতারা জানতেই পারে না বইটি কে লিখেছে/সম্পাদনা করেছে এবং তার শিক্ষাগত যোগ্যতা কি। কিন্তু একজন ক্রেতার সর্বাগ্রে জানা প্রয়োজন- একটি বইয়ের লেখক/সম্পাদক কে বা কারা অথবা সম্পাদনা পরিষদের নাম ও শিক্ষাগত যোগ্যতা। বইটি শুধু টাইপিস্ট দিয়ে একটি বই/কয়েকটি বই থেকে কপি করে নেওয়া হয়েছে কিনা তা ক্রেতা সাধারণের জানার অধিকার রয়েছে। একাডেমিক বইয়ের ক্ষেত্রে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। তাই জনগণের স্বার্থ রক্ষা করার জন্য প্রত্যেকটি বইতে লেখক/সম্পাদকের নাম স্পষ্টভাবে উল্লেখ করা এবং তাদের শিক্ষাগত যোগ্যতা স্পষ্ট থাকা জরুরী। বিভিন্ন ক্লাসের বই/চাকরির পরীক্ষার বই/ভর্তি পরীক্ষার বইয়ের ক্ষেত্রে দেখা যায়- বইয়ের উপর প্রকাশনীর নাম বড় করে থাকলেও লেখকের নাম থাকে না। ভেতরে থাকে কয়েকটি কাল্পনিক নাম অথবা এমন কিছু নাম যারা আসলে বইটি রচনা বা সম্পাদনার সাথে জড়িত থাকে না। একমাত্র ক্রেতারা সচেতন হলেই এই ধারা বদলাবে। বদলানো জরুরী।”
Untitled

Next Post

কিছু জায়গায় ইতিবাচক হওয়া খুব জরুরী

১। কাউকে খাওয়ানো খুব কঠিন, দুটি কারণে কঠিন– (ক) আর্থিক কারণ; (খ) ইচ্ছা এবং সময়। তাই কেউ যদি আপনাকে খাওয়াতে চায়, রেস্টুরেন্টে অথবা বাড়িতে তাহলে তাকে বড় করে একটা ধন্যবাদ দিন। খাওয়ার পরে অবশ্য কোনো খুঁত ধরবেন না, বরং যে রান্না এবং পরিবেশন করেছে, তার প্রতি আন্তরিক ভালোলাগা প্রকাশ করুন। […]