Headlines

দারিদ্র্য বিমোচনে অবদান রাখায় ফলোআপনিউজের পক্ষ থেকে আলহাজ্ব অলিয়ার রহমানকে সংবর্ধনা

অলিয়ার রহমাস

অলিয়ার রহমান খান ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার শিরগ্রামে ১৯৫০ সালের ৭ জুন বিখ্যাত খান পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ওয়াজেদ আলী খান এবং মাতার নাম শুকুরুন নেছা। ৫ ভাই ও ৪ বোনের ভেতর অলিয়ার রহমান ছিলেন চতুর্থ। অলিয়ার রহমান ছোটবেলা থেকেই গরীব-দু:খী মানুষের পাশে দাঁড়িয়ে অভ্যস্ত। এখনও তিনি পপসস-এর (পল্লী প্রগতি সহায়ক সমিতি) নির্বাহী পরিচালক হিসেবে গরীব দু:খী মানুষের সেবা করে যাচ্ছেন।

অলিয়ার রহমাস

অলিয়ার রহমান খান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। ভারতে ট্রেনিং নিতে গিয়ে কল্যাণী শরণার্থী ক্যাম্পে কাজ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সময়ে জাতির জনক শেখ মুজিবুর রহমানের জেষ্ঠ্য পুত্র শেখ কামালের সঙ্গে বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ ছিলেন।