গতকাল, অর্থাৎ ১০/০৭/২০১৯ তারিখ বিকাল বেলা থেকে দ্বীপ আর তার আইডিতে ঢুকতে পারছেন না।
এমনকি হ্যাকাররা তার আইডি থেকে ইমেইল এড্রেস এবং মোবাইল নম্বরও সরিয়ে ফেলেছে, ফলে কোনোভাবেই মি. দ্বীপ আর তার আইডি উদ্ধার করতে পারছেন না। এমতাবস্থায় তিনি থানায় একটি জিডি করার সিদ্ধান্ত নিয়েছেন।
এক সপ্তাহ আগেও (১ জুুলাই) তার আইডিটা একবার হ্যাক করা হয়, তবে তখন তিনি তার আইডিতে ঢুকতে সমর্থ হয়েছিলেন, পাসওয়ার্ড পরিবর্তন করার মাধ্যমে।
পাসওয়ার্ড পরিবর্তন করতে পেরেছিলেন, কারণ, কোড পাঠানোর অপশন হিসেবে সেখানে দ্বীপের একটি বিকল্প মোবাইল নম্বর দেখানো হয়েছিল, তবে এখন আর সে নম্বর নেই।
ফলে কোনোভাবেই আর আইডিটা উদ্ধার করা যাচ্ছে না। যে ইমেইল আইডটা হ্যাকার সেখানে ব্যবহার করেছে সেটি হলো [email protected] ।